২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান

প্রথম ইনিংসে ২৩৩ রান সংগ্রহ করতে পেরেছে বাংলাদেশ। - ছবি : সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৩৩ রান সংগ্রহ করতে পেরেছে বাংলাদেশ।

রাওয়ালপিন্ডিতে টসে জিতে সফরকারী বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিক পাকিস্তান। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি তামিম-মাহমুদুল্লাহরা। স্বাগতিকদের বোলিং দাপটে প্রথম দু’ওভারেই দুই ওপেনারকে হারায় সফরকারীরা। নতুন অভিষেক হওয়া সাইফ হাসান ফেরেন কোনো রান না করেই। তামিম ফেরেন ৩ রান করে। ৩ রানে ২ উইকেট হারিয়ে শুরুতে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ১০৭ রানে ৫ উইকেট হারান তারা।

বিপর্যয় কাটাতে নাজমুল ইসলম শান্তকে নিয়ে বড় স্কোর দাঁড় করানোর চেষ্টা করলেও বেশিদূর এগোতে পারেননি অধিনায়ক মুমিনুল হক। শাহিন শাহ আফ্রিদির বলে কাভার ড্রাইভ খেলতে গিয়ে আসাদ শফিকের হাতে ধরা পড়েন তিনি। দলীয় ৬২ রানের মাথায় ৩০ রান করে সাজঘরে ফিরতে হয় তাকে। ৫ চারের মারে এ রান করেন তিনি।

শান্তর সাথে যোগ দেন মাহমুদুল্লাহ। তবে স্কোর বড় করাই আগেই ফিরতে হয় তাদের। লাঞ্চ ব্রেকের পর দুজনই আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। মোহাম্মদ আব্বাসের বলে মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হন শান্ত আর শাহিন শাহ আফ্রিদির বলে আসাদ শফিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মাহমুদুল্লাহ। ১১০ বলে ৬ চারের মারে ৪৪ রান করেন শান্ত। মাহমুদুল্লাহ ৪ চারের মারসহ ৪৮ বলে করেন ২৫ রান।

দলীয় রান যখন ১৬১ তখন লিটন দাসের আউটের মাধ্যমে ৬ উইকেট হারায় বাংলাদেশ। ৪৬ বলে ৩৩ রান করে লিটন বিদায় নিলে দলের হাল ধরেন মিথুন। দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন তিনি। ১৪০ বলে ৭ চার ও এক ছয়ের মারে এ রান আসে তার।

মিথুনকে ভালোই সঙ্গ দিচ্ছিলেন তাইজুল ইসলাম। দলীয় ২১৪ রানের মাথায় আউট হন তাইজুল। হারিস সোহেলের বলে ইয়াসির শাহের হাতে ক্যাচ তুলে দেন তিনি। এর আগে ৭২ বলে ৪ চারের মারে ২৪ রান করেন তিনি।

তাইজুলের বিদায়ের পর একে একে বিদায় নেন রুবেল হোসেন, মিথুন ও আবু জায়েদ। ৮২.৫ ওভার শেষে ২৩৩ রানে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস।

পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি ৪টি, মোহাম্মদ আব্বাস নিয়েছেন ২টি, হারিস সোহেল ২টি ও ইয়াসির শাহ নিয়েছেন ১টি উইকেট।


আরো সংবাদ



premium cement
জুলাইয়ে ব্রাজিল সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকে চমকে দিলো ভানুয়াতু বিতর্কিত ক্যাচের ছবির ক্যাপশনে মুশফিক লিখেছেন ‘মাশা আল্লাহ’ উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৭৩ জনকে বহিষ্কার করলো বিএনপি মিরসরাইয়ে অবৈধ সেগুনকাঠসহ কাভার্ডভ্যান জব্দ মানিকগঞ্জে আগুনে পুড়ে যাওয়া মলিরানীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড ইন্দোনেশিয়ার নারী ক্রিকেটার রোহমালিয়ার ‘এখন আমি কী নিয়ে বাঁচব’ যদি বন্ধু হও, সীমান্তে অহরহ গুলি কেন : ভারতকে ফারুক সাহারা মরুভূমির গরমের মতো অনুভূত হচ্ছে : সরকারকে দায়ী করে রিজভী মধুখালীর পঞ্চপল্লীতে ২ ভাইকে হত্যার প্রতিবাদে সমাবেশ

সকল