২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

বৃষ্টির দিনে আগুন ধরাল বোল্ট-সাউদি

- ছবি: সংগৃহীত

কলম্বোতে বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় টেস্টে শ্রীলংকার বিপক্ষে ট্রেন্ট বোল্ট ও টিম সাউদির বোলিং নৈপুণ্য দ্বিতীয় দিন শেষে চালকের আসনে সফরকারী নিউজিল্যান্ড।

দুই পেসারের দুই উইকেট করে শিকারের সুবাদে মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে স্বাগতিক লংকানরা। এরপর বৃষ্টি নামলে দিনের খেলা বন্ধ হয়ে যায়।

আগের দিন ২ উইকেটে ৮৫ রান নিয়ে আজ দিনের খেলা শুরু করে লংকানরা। বোল্ট দিনের শুরুতেই ২ উইকেট শিকার করেন। দ্বিতীয় দিন মাত্র ২৯.৩ ওভার খেলা সম্ভব হয়। আগের দিন ৪৯ রানে অপরাজিত থাকা অধিনায়ক দিমুথ করুনারত্নেই কেবলমাত্র কিছুটা প্রতিরোধ গড়তে সক্ষম হন। কিন্তু ব্যক্তিগত ৬৫ ও দলীয় ১৩০ রানে সাউদির শিকার হন তিনি। এর আগে সাবেক াধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুজ গতকালের ২ রানের সঙ্গে আর কোন রান যোগ না করেই শিকার হন বোল্টের। ম্যাথুজকে শিকার করইে নিউজিল্যান্ডের তৃতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ২৫০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন বোল্ট। পেস সহায়ক কন্ডিশনে বোল্টের ন্যায় সাউদিও দুই উইকেট শিকার করেন।

দিনের খেলা শুরু হওয়ার পর মাত্র তিন বলের মাথায় বোল্ট শূন্য রানে কুসল পেরেরাকে এলবিডব্লুর ফাঁদে ফেললে ৯৩ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে লংকানরা। কয়ের ওভার পর বোল্ট নিজের বলেই সাধারন একটি ক্যাচ মিস করলে জীবন পান ডি সিলভা।

ব্যক্তিগত ৬১ রানে একবার জীবন পান করুনারত্নে । আজাজ প্যাটেলের বলে শর্ট মিড উইকেটে কেন উইলিয়ামসন একটি কঠিন ক্যাচ মসি করলে জীবন পান অধিনায়ক।

তবে টেস্ট ক্যারিয়ারে ২৩ তম হাফ সেঞ্চুরির পর বেশিদূর যেতে পারেনননি বাঁ-হাতি করুনা। সাউদির বলে বি জে ওয়াটলিং এর হাতে ক্যাচ দিয়ে ৬৫ রানে বিদায় নেন তিনি। পরক্ষণেই শূন্য রানে নিরোশা ডিবকেলাকে বিদায় করেন সাউদি।

দিনে বাকিটা সময় ডি সিলভাকে নিয়ে কাটিয়ে দেন দিলরুয়ান পেরেরা। সিলভা ৩২ এবং পেরেরা ৫ রানে অপরাজিত আছেন।

টস জিতে শ্রীলংকা ব্যাটিং করতে নামলে প্রথম দিন মিডিয়াম পেসার কলিন ডি গ্র্যান্ডহোম এবং স্পিনার উইলিয়াম সামারভিল একটি করে উইকেট নেন।


আরো সংবাদ



premium cement
মুজিবনগরে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৩ বাগেরহাটের রামপালে ট্রাকের চাপায় নিহত ৩ ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্রের যেসব বিশ্ববিদ্যালয় বিক্ষোভে উত্তাল পূর্ব আফ্রিকায় প্রবল বৃষ্টি ও বন্যা, কমপক্ষে ১৫৫ জনের প্রাণহানি সাংবাদিকদের বিরুদ্ধে প্রশ্নবিদ্ধ তথ্য প্রচারের নিন্দা ডিআরইউর ভয়াবহ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন উগ্র ইসরাইলি মন্ত্রী শেরে বাংলার সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন হাত কাটা বন্দীর নেতানিয়াহুর সমালোচনা ইসরাইলের আলটিমেটাম, যা বলল হামাস রাশিয়ার প্রতি চীনের সমর্থনের বিরুদ্ধে ব্লিংকেনের হুঁশিয়ারি ইতিহাস গড়া জয় পেল পাঞ্জাব

সকল