০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


ফেভারিট ইংল্যান্ডকে হারিয়ে মিশন শুরু করল অস্ট্রেলিয়া

- ছবি : সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে ১২ রানে হারাল অস্ট্রেলিয়া। শেষ ওভারে জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ৬ বলে ১৫ রান। মেষ ওভার করতে আসা স্টোয়নিসের প্রথম বলে লোয়ার অর্ডার ব্যাটসম্যান লিয়াম প্লাঙ্কেট বোল্ড হলে জয়ের আশা অনেকটা শেষ হয়ে যায় ইংলিশদের। ওভারের দ্বিতীয় বলে ১ রান নিতে সক্ষম হন আদিল রশিদ। শেষ ব্যাটসম্যান হিসেবে মাঠে নামা জোফরা আর্চার ওভারের তৃতীয় বলে রান আউটের শিকার হলে ৪৯ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ২৮৫ রান করতে সক্ষম হয় ইংল্যান্ড। আর তাতে প্রথম প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া ১২ জয় পায় ইংল্যান্ডের বিপক্ষে।

এর আগে স্টিভেন স্মিথের (১১৬) সেঞ্চুরির ওপর ভর করে ফেভারিট ইংল্যান্ডের বিপক্ষে ২৯৭ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। সাউদাম্পটনে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। নিয়মিত অধিনায়ক ইয়ন মরগান ইনজুরিতে থাকায় দলের নেতৃত্ব দেন বাটলার।

আগে ব্যাট করতে নেমে অজি ওপেনার অ্যারণ ফিঞ্চ আউট হয়ে যান ব্যক্তিগত ১৪ রান করে। আরেক ওপেনার ডেভিড ওয়ার্নারের ব্যাট থেকে আসে ৪৪ রান। শন মার্শ করেন ৩০, ওসমান খাজা ৩১, মার্কোস স্টোয়নিস ১৩, অ্যালেক্স কোরির ১৪ বলে ৩০ ও স্টিভেন স্মিথের ১০২ বলে ৮ চার এবং ৩ ছক্কায় ১১৬ রানের সুবাধে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৯৭ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।

ইংল্যান্ডের বোলারদের মধ্যে লিয়াম প্লাঙ্কেট ৪টি, টম কারান, লিয়াম ডাউসান ও মার্ক উড একটি করে উইকেট শিকার করেন।

২৯৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৩৯ রানে জনি বায়েস্ট্রোর উইকেটা হারায় ইংল্যান্ড। আরেক ওপেনার জেসন রয়ের ব্যাট থেকে আসে ৩২ রান। ৭৬ বলে ৬ চারে ৬৪ রান করেন ওয়ানডাউনে ব্যাট করতে নামা জেমস ভিন্স। ২০ রান করে আউট হয়ে যান বেন স্টোকস। ৩১ বলে ৩ ছক্কা ও ৫ চারে ৫২ রানের ঝড়ো ইনিংস খেলেন জস বাটলার। মইন আলিওি থিতু পারেননি বেশি সময়। ২২ রান করে অ্যাডাম জাম্পার শিকার হন মইন। ক্রিস ওয়াকস দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যেতে থাকলেও ৪০ বলে ৪৪ রান করে রান আউটের শিকার হয়ে মাঠ ছাড়েন তিনি। লিয়াম প্লাঙ্কেট করেন ১৯ রান। আদিল রশিদ করেন সাত রান যা দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না।

অস্ট্রেলিয় বোলারদের মধ্যে জেসন বেহরেন্ডর্ফ ও কেন রিচার্ডসন ২টি করে উইকেট শিকার করেন। নাথান লায়ান, নাথান কোল্টার-নাইল, অ্যাডম জাম্পা, ও মার্কোস স্টোয়নিস নেন একটি করে উইকেট।


আরো সংবাদ



premium cement
মৌলিক শিক্ষার ধাপ অষ্টম শ্রেণি পর্যন্ত, দুই মন্ত্রণালয় সম্মত ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি করার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর জয়পুরহাট ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারাল বাংলাদেশ নেতানিয়াহুকে যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছার আহ্বান ম্যাক্রোঁর গাজীপুরে পাওনা আদায়ের দাবিতে শ্রমিকদের অবস্থান লেবাননে ইসরাইলি হামলায় একই পরিবারের ৪ জন নিহত ঢাকায় এবার কোরবানির পশুর হাট ২২টি ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক না করা পর্যন্ত সৌদির সাথে প্রতিরক্ষা চুক্তি নয় : যুক্তরাষ্ট্র নোয়াখালীর চরজব্বার থানার ওসি প্রত্যাহার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

সকল