২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


হায়দরাবাদে রন্ধনশিল্পী সাকিব!

- সংগৃহীত

চলমান আইপিএলে আটটি ম্যাচ খেলেছে সানরাইজার্স হায়দরাবাদ। তবে এই দলের হয়ে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। টিম কম্বিনেশনের কারণে একাদশে সুযোগ পাচ্ছেন না এই বাঁহাতি ব্যাটসম্যান। অবশ্য দলটির সাথে নিয়মিত অনুশীলন করে যাচ্ছেন এই বাংলাদেশি তারকা।

খেলার জন্য নয়, সম্প্রতি হায়দরাবাদে অন্য একটি কারণে আলোচনায় সাকিব। হায়দারাবাদের রান্নাঘরে বাবুর্চির ভূমিকায় দেখা যায় এই বাংলাদেশি তারকাককে। খেলার ফাকে রান্নার প্রতিযোগিতায় নেমেছিলেন হায়দারাবাদের খেলোয়াড়রা।

প্রতিযোগিতায় দুদলে ভাগ হয়ে রান্নার খেলায় মেতে ওঠেন সাকিবরা। এক দলে ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমারের নেতৃত্বে ‘টিম ভুবি’ এবং অন্য দলে অলরাউন্ডার বিজয় শঙ্করের নেতৃত্বে ছিল ‘টিম বিজয়’। সাকিব ছিলেন ‘টিম বিজয়ে’র সদস্য। এই দলে ছিলেন রশিদ খান, ঋদ্ধিমান সাহা, মার্টিন গাপটিল ও জনি বেয়ারস্টোরা। রান্নার লড়াইয়ে কে জিতেছে, তা জানা যায়নি। তবে দিনটি যে অন্যভাবে উদযাপন করেছেন সাকিবরা, তা ছিল স্পষ্ট।

হায়দরাবাদের অফিশিয়াল ফেসবুক পেজে সাকিবের রান্না করার ছবি প্রকাশ হয়। সেখানে খেলোয়াড়দের আনন্দ উল্লাস ছিল চোখে পড়ার মতো।

এদিকে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল দেশে ফিরে আসতে পারেন সাকিব। সম্প্রতি বিসিবি সভাপতি জানিয়েছেন, তাকে দেশে ফিরে আসতে চিঠি দেয়া হয়েছে। বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতেই সাকিবকে চিঠি দিয়েছে বিসিবি।

সাংবাদিকদের বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছিলেন, ‘আমাদের ক্যাম্প শুরু হচ্ছে। আমি বলেছি সাকিবকে চিঠি পাঠাতে। এখনই চিঠিটা দিয়ে দিতে। তারপর দেখা যাক, সে কী সাড়া দেয়। আমাদের যেহেতু ক্যাম্প শুরু হচ্ছে, সে আমাদের ক্যাম্পে আসবে কি আসবে না, এটা নিয়ে কথা হয়নি। আমার মনে হয়েছে, ক্যাম্প শুরু হচ্ছে, ওকে চিঠি দেয়া দরকার যেন সে যোগ দিতে পারে।’

চোটের কারণে নিউজিল্যান্ড সফরে ছিলেন না সাকিব। চোট কাটিয়ে আইপিএলে শুরু থেকেই যোগ দেন তিনি। তবে সাকিব খেলতে পেরেছেন একটি মাত্র ম্যাচ।

অবশ্য গত আসরে হায়দরাবাদের জার্সিতে সাকিবের পারফরম্যান্স ছিল বেশ ভালো। ১৭ ম্যাচে তিনি করেন ২৩৯ রান। আর বল হাতে পান ১৪ উইকেট।


আরো সংবাদ



premium cement
জামিন নামঞ্জুর, কারাগার যুবদল সভাপতি সালাউদ্দিন টুকু তীব্র তাপপ্রবাহ : স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে নির্দেশ হাইকোর্টের মুরাদনগরে গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ তীব্র তাপদাহে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা, পুড়ছে ক্ষেতের ফসল স্বর্ণের দাম ভরিতে কমলো ১১৫৫ টাকা গাজায় গণহত্যা বন্ধের আহ্বান জানালো উত্তর আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হোসেনপুরে চাঞ্চল্যকর সবুজ মিয়ার হত্যায় ভাতিজা গ্রেফতার দেশের সর্বোচ্চ ৪৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড চুয়াডাঙ্গায় সীমান্তে গুলির শব্দ নেই, তবুও আতঙ্কে স্থানীয়রা রাঙ্গাবালীর খালে পাওয়া টর্পেডো উদ্ধার করেছে নৌ-বাহিনী লক্ষ্মীপুরে বিজয়ী ও পরাজিত উভয় চেয়ারম্যান প্রার্থী আটক

সকল