২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

৪ বলে হ্যাটট্রিকসহ ৪ উইকেট, বিশ্বরেকর্ড রশিদ খানের

৪ বলে হ্যাটট্রিকসহ ৪ উইকেট, বিশ্বরেকর্ড রশিদ খানের - সংগৃহীত

ঘটনাবহুল টি-২০ ম্যাচ৷ নাটকীয় পটপরিবর্তনের মাঝেই অনন্য ইতিহাস আফগান তারকা স্পিনারের৷ আয়ারল্যান্ডের বিরুদ্ধে নিছক নিয়মরক্ষার ম্যাচে স্পিনের জাদুগর রশিদ খান গড়লেন বিশ্বরেকর্ড৷ প্রথম আফগান বোলার হিসাবে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে হ্যাটট্রিক করার পাশাপাশি এই ফর্ম্যাটে পর পর চার বলে চারটি উইকেট নেয়া বিশ্বের প্রথম বোলারে পরিণত হলেন রশিদ খান৷

ইনিংসের ১৬ তম ওভারের শেষ বলে কেভিন ও’ব্রায়েনের উইকেট তুলে নেন রশিদ৷ আঠারোতম ওভারের পুনরায় বল করতে এসে প্রথম তিন বলে তিনি ফেরত পাঠান যথাক্রমে জর্জ ডকরেল, শেন গেটকেট ও সিমি সিংকে৷ ইনিংসে শেষ ওভারের দ্বিতীয় বলে জোস লিটলকেও আউট করেন রশিদ৷ সব মিলিয়ে ৪ ওভারে ২৭ রানের বিনিময়ে ৫টি উইকেট নেন আইসিসি’র এক নম্বর টি-২০ বোলার৷

আফগান স্পিনারের অবশ্য এটাই সেরা আন্তর্জাতিক টি-২০ বোলিং গড় নয়৷ এর আগে আরো একবার ইনিংসে পাঁচ উইকেট নেয়ার কৃতিত্ব অর্জন করেন তিনি৷ পাকিস্তানের বিরুদ্ধে মাত্র ৩ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন রশিদ খান৷ সার্বিকভাবে এটি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সপ্তম হ্যাটট্রিকের নজির৷ তবে পর পর চার বলে চার উইকেট ২০ ওভারের ক্রিকেটে আর কারো নেই৷ ওয়ান ডে ইন্টারন্যাশনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শ্রীলঙ্কার ইয়র্কার স্পেশালিস্ট লসিথ মালিঙ্গা চার বলে চার উইকেট নিয়েছিলেন৷ সেদিক থেকে আন্তর্জাতিক ক্রিকেটে এমন নজির দ্বিতীয়৷

আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু’টি টি-২০ ম্যাচ জিতে সিরিজ আগেই পকেটে পুরেছিল আফগানিস্তান৷ তৃতীয় ম্যাচে আইরিশদের ৩২ রানে পরাজিত করে হোয়াইটওয়াশ করে তারা৷ প্রথমে ব্যাট করে আফগানিস্তান ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১০ রান করে৷ মোহাম্মদ নবি ৬টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৩৬ বলে ৮১ রান করেন৷

পাল্টা ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড ২০ ওভারে ৮ উইকেটে ১৭৮ রানে আটকে যায়৷ ও’ব্রায়েন ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪৭ বলে ৭৪ রান করেন৷ রশিদ সিরিজের তিন ম্যাচে ১১টি উইকেট নিলেও সিরিজ সেরা হয়েছেন মোহাম্মদ নবি৷ রশিদকে টপকে ম্যাচের সেরাও হয়েছেন তিনি৷

রানের বিশ্বরেকর্ড আফগানদের

টি-টোয়েন্টি ক্রিকেটে রানের বিশ্বরেকর্ড গড়ল আফগানিস্তান। শনিবার ভারতের দেরাদুনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে ৩ উইকেটে ২৭৮ রানের পাহাড় দাড় করায় আফগানরা। টি-টোয়েন্টিতে এইটিই ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগে এই রেকর্ড ছিলো অস্ট্রেলিয়ার ৩ উইকেটে ২৬৩, ২০১৬ সালে তারা পালেকেল্লেতে শ্রীলঙ্কার বিপক্ষে করেছিল এই রান।

তবে আফগানিস্তান বিশ্বরেকর্ড গড়তে পারলেও অল্পের জন্য বিশ্ব রেকর্ড হয়নি ওপেনার হযরতুল্লাহ জাজাইয়ের। মাত্র ৬২ বল খেলে ১৬২ রান করেছেন জাজাই। টি-টোয়েন্টিতে এটি দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। জাজাইয়ের চেয়ে ১০ রান বেশি করেছিলেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ (১৭২) গত বছর হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে।


আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেড়শ’র বেশি ব্যক্তিগত রানের ইনিংস আছে শুধু এই দুজনেরই। তবে ফিঞ্চের দুটি ইনিংস আছে দেড়শোর বেশি রানের। ২০১৩ সালে সাউদাম্পটনে তিনি করেছিলেন ১৫৬ রান।

তবে একটি রেকর্ড অবশ্য হয়েছে জাজাইয়ের। জাজাই তার ইনিংসটি সাজিয়েছেন ১৬টি ছক্কা দিয়ে, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে যে টি কোন ব্যাটসম্যানের সর্বোচ্চ ছক্কার রেকর্ড। ১৪টি ছ্ক্কার রেকর্ড ছিলো এতদিন ফিঞ্চের দখলে।

এই ইনংসি আগে ব্যাট করতে নেমে আফগানিস্তানের উদ্বোধীন জুটিই দিয়েছিলো বড় স্কোরের আভাস। উদ্বোধনী জুটিতে ওসমান গনির সাথে ২৩৬ রান তোলে জাজাই। এটিও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যে কোন উইকেট জুটির বিশ্ব রেকর্ড। ওসমান আউট হয়েছেন ৪৮ বলে ৭৩ রান করে।


পাহাড় টপকাতে নেমে ভালোই শুরু করেছে আয়ারল্যান্ড। তারাও লড়াই করছে সমানতালে। দুই ওপেনার কেভিন ও’ ব্রায়েন ও পল স্টার্লিং প্রথম ১০ ওভারেই তুলেছেন ১১০ রান।


আরো সংবাদ



premium cement