২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


বিশাল সংগ্রহের পথে বাংলাদেশ

শাদমান ইসলাম - সংগৃহীত

নিউজিল্যান্ডে দারুণ করছে বাংলাদেশ। দুই দিনের ওয়ার্ম ম্যাচের প্রথম দিনে শনিবার বিশাল সংগ্রহের দিকে যাচ্ছে তারা। টকে জিতে ব্যাট করতে নেমে ৩ উইকেটে করেছে ২৪৫ রান। ৬৫ ওভারের খেলা হয়েছে। এখন ব্যাট করছেন লিটন দাস আর সৌম্য সরকার। লিটন ৬২ ও সৌম্য ৪১ রান নিয়ে ক্রিকেট আছেন।

হাফসেঞ্চুরি করেছেন শাদমান ইসলামও। তিনি ৬৭ রান করে সাজঘরে ফিরে গেছেন। এছাড়া তামিম ইকবাল ৪৫ রান করে আউট হনয়। মুমিনুল হক ২০ রান করেছেন।

২৮ ফেব্রুয়ারি দুই দেশের মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। এর আগে এটিই বাংলাদেশের একামাত্র প্রস্তুতি ম্যাচ।
বাংলাদেশ দলের সদস্যরা হচ্ছেন : তামিম ইকবাল, লিটন দাস, মুমিনুল হক, মাহমুদুল্লাহ, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহীম, মেহেদি হাসান, তাইজুল ইসলাম, আবু জাভেদ, শাদমান ইসলাম, খালেদ আহমেদ, নাইম হাসান, ইবাদত হোসেন, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান।

‘ভারী বাতাসে বল করতে কষ্ট হয়েছে’
ক্রীড়া প্রতিবেদক

মাঠের খেলায় জিততে হলে আগে জয় করতে হবে কন্ডিশনকে। ভারী বাতাস। বৈরী কন্ডিশন। সাথে ঘরের মাঠে নিউজিল্যান্ডের দুর্দান্ত ক্রিকেটাররা তো আছেনই। দলের প্রতিনিধি হয়ে সংবাদমাধ্যমের সামনে এসে সেই কথাটাই বললেন আবু জায়েদ রাহী। বাংলাদেশী পেসারের কণ্ঠে মিশে থাকল কিউইদের বৈরী কন্ডিশনে চ্যালেঞ্জ জয়ের প্রত্যয়ও।
নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো তিন টেস্টের সিরিজ খেলতে নামার আগে কেবল একটাই প্রস্তুতি ম্যাচ পাচ্ছে বাংলাদেশ। সেটাও দুদিনের। আজ লিংকনে শুরু হতে যাওয়া ম্যাচটি টাইগারদের জন্য যতটা না ব্যাটে-বলের, তা চেয়ে বেশি কন্ডিশনের সাথে খাপ খাওয়ানোর চ্যালেঞ্জ।

চলতি মাসে লিংকনের গড় তাপমাত্রা ১৬ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াস থাকে নিয়মিতই। আদ্রতা ৬০ থেকে ৭০ শতাংশের কাছাকাছি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা তুলনামূলক বেশি। কেবল লিংকনেই নয়, পুরো নিউজিল্যান্ডের বর্তমান আবহাওয়াই এমন। আগে থেকে পরিচয় না থাকলে উপমহাদেশের ক্রিকেটারদের এখানে খেলা মানে অথৈ জলে হাবুডুবু খাওয়ার মতো!
সেই নিউজিল্যান্ডে খেলতে খালিদ আহমেদ, এবাদত হোসেনদের মতো নতুন বোলারদের দলে রেখেছে বাংলাদেশ। রাহী নিজেও খুব একটা পরিচিত নন এমন কন্ডিশনের সাথে। তাই ওশেনীয় অঞ্চলের পরিবেশে মানিয়ে নিতে জোর চেষ্টা সফরকারীদের। ‘এখানকার বাতাস অনেক ভারী। প্রস্তুতি ম্যাচে আমরা এটা নিয়েই কাজ করব। আজকেও বল করতে অনেক কষ্ট হয়েছে। কারণ বাতাসের জন্য বল এদিক-ওদিক চলে যাচ্ছে। সুতরাং প্রস্তুতির অভিজ্ঞতাটা আমাদের অনেক জরুরি, যাতে নিউজিল্যান্ডের আবহাওয়ায় মানিয়ে নিতে পারি।’ শুক্রবার নিজেদের চ্যালেঞ্জটা এভাবেই জানিয়ে গেলেন রাহী।

পরিবেশের সাথে নিজেদের ফর্মটাও এখন চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়েছে। সেই তিন ম্যাচে কেবল আটবার স্বাগতিক ব্যাটসম্যানদের আউট করতে পেরেছেন টাইগার বোলাররা। সাদা পোশাকে ভালো করতে হলে যে শুরুতে উইকেট তুলে নিতে হবে, সেটা ভালোই উপলব্ধি করতে পারছেন পেসার রাহী, ‘টেস্ট ক্রিকেটে শুরুতেই ব্রেক থ্রুটা জরুরি। তাই পেসারদের প্রথম কাজই হবে সময় সময় উইকেট তুলে নেয়া। আমরা আট দিন আগে এসেছি। মূল লক্ষ্যই হলো ২০ উইকেট নেয়া। জিততে হলে ২০ উইকেট নিতেই হবে।’


আরো সংবাদ



premium cement
টিউবওয়েলের পানি খেয়ে আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা অসুস্থ নারী আম্পায়ার নিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে আসলে কী ঘটেছিল? কোরবানির জন্য পশু আমদানির পরিকল্পনা নেই : প্রাণিসম্পদমন্ত্রী আশুলিয়ায় নারী পোশাকশ্রমিক নিহত, স্বামী গ্রেফতার জাতিসঙ্ঘের ত্রাণকর্মীদের বিরুদ্ধে ইসরাইলি অভিযোগ প্রত্যাখ্যান ৭ খুন মামলার রায় কার্যকরের দাবি পরিবার ও আইনজীবীদের জামালপুরে শ্রেণিকক্ষে ফ্যান খুলে পড়ে শিক্ষার্থী আহত নিজ নিজ ম্যাচে জয়ী হয়ে লা লিগায় শীর্ষ চারের আরো কাছাকাছি এ্যাথলেটিকো ও জিরোনা নাগরপুরে ট্রাক্টর-সিএনজির মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত অতি গরমে স্কুল বন্ধ রাখার ব্যাপারে যা জানালেন শিক্ষামন্ত্রী ইসলামপুরে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আব্দুস সালাম চেয়ারম্যান নির্বাচিত

সকল