০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


তবুও সিরিজ জেতার স্বপ্ন মিরাজের

প্রথম ওয়ানডেতে মিরাজ - ছবি : এএফপি

প্রথম ম্যাচে হেরে গেছে বাংলাদেশ। শনিবার বাংলাদেশ সময় ভোর চারটায় নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে শুরু হচ্ছে দ্বিতীয় ওয়ানডে। এই ম্যাচ হারলে শেষ হয়ে যাবে সিরিজ। সেই সাথে শুরু হবে হোয়াইটওয়াশের শঙ্কা। কিন্তু ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অলরাউন্ডার মিরাজ আত্মবিশ্বাসের সঙ্গেই বললেন, ‘আমরা বিশ্বাস করি, আমাদের পক্ষে এখনো সিরিজ জেতা সম্ভব।’

যদিও ইতিহাস বাংলাদেশর বিপক্ষেই কথা বলছে। এর আগে তিন বার নিউজিল্যান্ড সফরে গিয়েছে বাংলাদেশ। সেই ৩ বারই ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়েছে। মানে তিন সফরে ৯টি ওয়ানডেতেই হার। এছাড়া ২০১৫ বিশ্বকাপের একমাত্র সাক্ষাতেও হার।
নিউজিল্যান্ডের মাটিতে এ পর্যন্ত খেলা ১১টিতেই জিতেছে নিউজিল্যান্ড, হেরেছে বাংলাদেশ। সেই বাংলাদেশ টানা দুই ম্যাচেই জিততে, এমনটা বিশ্বাস করা কঠিন।

তবে হাল ছাড়তে রাজি নন লড়াকু মিরাজ। বলেন , ‘এখনো সম্ভব।’ শুধু তিনি একা নন, তার কথাতেই স্পষ্ট, দলের সবারই একই বিশ্বাস, ‘এখনো সিরিজ জিততে পারে বাংলাদেশ।’ পরিসংখ্যান স্পষ্টই বলছে, এই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে বাংলাদেশ দলকে গড়তে হবে ইতিহাস।

এই লক্ষ্য বাস্তবায়ন করতে পরিকল্পনাও নিয়েছে বাংলাদেশ দল। মিরাজ বলেন, ‘সিরিজ জিততে হলে বাকি দুইটা ম্যাচ জিততে হবে। ফলে কালকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। কাল যদি জিততে পারি, পরের ম্যাচটা আত্মবিশ্বাস নিয়ে নামতে পারব। প্রথম ম্যাচে প্রথম ১০ ওভারের আগেই আমাদের ৪ উইকেট পড়ে যায়। আমরা এ নিয়ে কথা বলেছি। প্রথম ১০ ওভারে যদি রান অল্পও হয় সমস্যা নেই। আমাদের উইকেট ধরে রেখে খেলতে হবে। টপ অর্ডার প্রথম ১০ ওভার খেলে দিতে পারলে, আমাদের ভালো সুযোগ থাকবে।’


আরো সংবাদ



premium cement
গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় পূর্ব আফ্রিকায় মানবিক সঙ্কটের অবনতির হুমকি স্বরূপ এ জে মোহাম্মদ আলীর সম্মানে সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ ঘোষণা অনির্দিষ্টকালের জন্য সারাদেশে কর্মবিরতিতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে বাংলাদেশ-মিসরের আলোচনা দুই অঞ্চলে ঝড়ের আভাস আ’লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আজ রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের খারকিভ-নিপ্রো অঞ্চলে আহত ৬ যুদ্ধবিরতি : নিজেদের অবস্থান পরিষ্কার করল হামাস কাশ্মিরে ভারতীয় বিমানবাহিনীর গাড়িতে হামলা, হতাহত ৫ সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলল সেদিন কেন এমন করেছিলেন শাহরুখ!

সকল