১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


তবুও সিরিজ জেতার স্বপ্ন মিরাজের

প্রথম ওয়ানডেতে মিরাজ - ছবি : এএফপি

প্রথম ম্যাচে হেরে গেছে বাংলাদেশ। শনিবার বাংলাদেশ সময় ভোর চারটায় নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে শুরু হচ্ছে দ্বিতীয় ওয়ানডে। এই ম্যাচ হারলে শেষ হয়ে যাবে সিরিজ। সেই সাথে শুরু হবে হোয়াইটওয়াশের শঙ্কা। কিন্তু ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অলরাউন্ডার মিরাজ আত্মবিশ্বাসের সঙ্গেই বললেন, ‘আমরা বিশ্বাস করি, আমাদের পক্ষে এখনো সিরিজ জেতা সম্ভব।’

যদিও ইতিহাস বাংলাদেশর বিপক্ষেই কথা বলছে। এর আগে তিন বার নিউজিল্যান্ড সফরে গিয়েছে বাংলাদেশ। সেই ৩ বারই ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়েছে। মানে তিন সফরে ৯টি ওয়ানডেতেই হার। এছাড়া ২০১৫ বিশ্বকাপের একমাত্র সাক্ষাতেও হার।
নিউজিল্যান্ডের মাটিতে এ পর্যন্ত খেলা ১১টিতেই জিতেছে নিউজিল্যান্ড, হেরেছে বাংলাদেশ। সেই বাংলাদেশ টানা দুই ম্যাচেই জিততে, এমনটা বিশ্বাস করা কঠিন।

তবে হাল ছাড়তে রাজি নন লড়াকু মিরাজ। বলেন , ‘এখনো সম্ভব।’ শুধু তিনি একা নন, তার কথাতেই স্পষ্ট, দলের সবারই একই বিশ্বাস, ‘এখনো সিরিজ জিততে পারে বাংলাদেশ।’ পরিসংখ্যান স্পষ্টই বলছে, এই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে বাংলাদেশ দলকে গড়তে হবে ইতিহাস।

এই লক্ষ্য বাস্তবায়ন করতে পরিকল্পনাও নিয়েছে বাংলাদেশ দল। মিরাজ বলেন, ‘সিরিজ জিততে হলে বাকি দুইটা ম্যাচ জিততে হবে। ফলে কালকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। কাল যদি জিততে পারি, পরের ম্যাচটা আত্মবিশ্বাস নিয়ে নামতে পারব। প্রথম ম্যাচে প্রথম ১০ ওভারের আগেই আমাদের ৪ উইকেট পড়ে যায়। আমরা এ নিয়ে কথা বলেছি। প্রথম ১০ ওভারে যদি রান অল্পও হয় সমস্যা নেই। আমাদের উইকেট ধরে রেখে খেলতে হবে। টপ অর্ডার প্রথম ১০ ওভার খেলে দিতে পারলে, আমাদের ভালো সুযোগ থাকবে।’


আরো সংবাদ



premium cement
ধনবাড়ীতে পুলিশ পিটিয়ে হ্যান্ডকাপ নিয়ে পালিয়েছে আসামি যে কারণে ডিবিতে গিয়েছিলেন মাওলানা মামুনুল হক? ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডুসেন সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে পুলিশ সাফল্য পেয়েছে : আইজিপি বাংলাদেশের প্রতিটি জেলায় রেলস্টেশন নির্মাণ করা হবে : রেলপথমন্ত্রী বাংলাদেশের আসছেন ‘ওসমান বে’ ধর্ষণ মামলা থেকে মুক্তি মেলার পর বিশ্বকাপে খেলার অনুমতি পেলেন লামিচানে গাজীপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু নারায়ণগঞ্জে ৫৭টি চোরাই মোবাইলসহ ৭ জন গ্রেফতার আশুলিয়ায় তুচ্ছ ঘটনায় বন্ধুর হাতে বন্ধু খুন ফায়ার সার্ভিস ও আবহাওয়া অধিদফতরকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে অন্তর্ভুক্তির সুপারিশ

সকল