১৫ মে ২০২৪, ০১ জৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলকদ ১৪৪৫
`


দ্বিতীয় জয় পেলো খুলনা

উইকেট শিকারের পর মাহমুদুল্লাহ রিয়াদের উল্লাস (ফাইল ফটো) - সংগৃহিত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে দ্বিতীয় জয় পেলো খুলনা টাইটানস। টুর্নামেন্টের ২৮তম ও নিজেদের নবম ম্যাচে খুলনা ২১ রানে হারিয়েছে সিলেট সিক্সার্সকে। এই জয়ে নয় খেলায় দুই জয় ও সাত হারে চার পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এলো খুলনা। অপরদিকে, আট ম্যাচে দুই জয় ও ছয় হারে চার পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে টেবিলের তলানিতে নেমে গেল সিলেট।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় সিলেট সিক্সার্স। ব্যাট হাতে বড় সূচনা পায় খুলনা টাইটান্স। দুই ওপেনার জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর ও জুনায়েদ সিদ্দিকী ৪১ বলে ৭৩ রানের সূচনা করেন। তবে দু’জনের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। টেইলর ৩১ বলে ৪৮ ও জুনায়েদ ২৩ বলে ৩৩ রান করেন।

এরপর মিডল-অর্ডারে দলের চার ব্যাটসম্যানই ব্যর্থ হয়েছেন। তবে শেষ দিকে দক্ষিণ আফ্রিকার ডেভিড উইসের মারমুখী ব্যাটিংয়ে ২০ ওভারে ৯ উইকেটে ১৭০ রানের সংগ্রহ পায় খুলনা। দুটি করে চার ও ছক্কায় ২৫ বলে ৩৮ রান করেন উইসে। সিলেটের অলক কাপালি ২২ রানে চার উইকেট নেন।

জবাবে মাত্র ৫৬ রানে চার উইকেট হারিয়ে নবম ওভারে শেষে চাপে পড়ে যায় সিলেট। এসময় আফিফ ২৯ রান করেন। সেখান থেকে দলকে উদ্ধার করেন পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ ও ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান। পঞ্চম উইকেটে ৮১ রানের দুর্দান্ত এক জুটি গড়েন তারা।

কিন্তু দলীয় ১৩৭ রানে পুরান ও ১৪৫ রানে নওয়াজ ফিরে গেলে ম্যাচ হার সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় সিলেটের। শেষ পর্যন্ত ২০ ওভারে সাত উইকেটে ১৪৯ রান করে ম্যাচ হারে সিলেট। নওয়াজ দুটি চার ও চারটি ছক্কায় ৩৪ বলে ৫৪ ও পুরান ২১ বলে ২৮ রান করেন।

খুলনার স্পিনার তাইজুল ইসলাম ৩২ রানে তিন উইকেট নেন।


আরো সংবাদ



premium cement
মুন্সীগঞ্জে স্বামীর হাতে স্ত্রী নিহত ‘অস্ত্র তাক করলে মনে হতো মায়ের কাছে ফেরা হবে না’ জর্জিয়ার‘বিদেশী প্রভাব' আইন নিয়ে ভলকার তুর্কের গভীর দুঃখ প্রকাশ সাকিব- মাহমুদউল্লাহকে বিশেষ উপহার দিতে চান শান্ত, আছে চাওয়াও চার শ’ অনেক দূর, বিজেপির হাত থেকে কি সংখ্যাগরিষ্ঠতাও ফসকে যাচ্ছে? নোয়াখালীতে আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রস্তুতি নিয়ে তৃপ্ত কোচ-অধিনায়ক, ছাপিয়ে যেতে চান আগের সব আসরকে পেছনে নয়, আমরা সামনে তাকাতে চাই : ডোনাল্ড লু বগুড়ায় আ’লীগ নেতা খুনের আসামি খুন মিরসরাইয়ে কবর খুঁড়তে গিয়ে গ্রেনেড সাদৃশ্য বস্তুর উদ্ধার জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একসাথে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র : পরিবেশমন্ত্রী

সকল