০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


শাহজাদের তাণ্ডব : ১৬ বলে ৭৪

শাহজাদের তাণ্ডব : ১৬ বলে ৭৪ - ছবি : সংগৃহীত

৫টি চার ও ৫টি ছক্কার ১২ বলে হাফসেঞ্চুরি৷ সব মিলিয়ে ৬টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ১৬ বলে ৭৪ রানের অবিশ্বাস্য অপরাজিত ইনিংস৷ টি-১০ লিগে এমন ধ্বংসাত্মক ব্যাটিং করলেন আফগানিস্তানের উইকেটকিপার-ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ৷

প্রতিপক্ষ সিন্ধিসের বোলাররা কেউই হেলাফেলার নয়৷ জোফ্রা আর্চার ছাড়া বাকি তিনজন আন্তর্জাতিক ক্রিকেটে পরিচিত নাম৷ চারজন বোলারকেই এদিন কার্যত ক্লাব স্তরে নামিয়ে আনেন রাজপুতসের শাহজাদ-ম্যকালাম জুটি৷ পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ এক ওভারে খরচ করেন ২০ রান৷ জোফ্রা আর্চার ওক ওভারে ২৩ রান হজম করনে৷ তিনটি চার ও তিনটি ছক্কার সাহায্যে শ্রীলঙ্কার থিসারা পেরেরার এক ওভারে ৩০ রান তোলেন আফগান তারকা৷ অস্ট্রেলিয়ার ফাওয়াদ আহমেদ এক ওভারে ২৩ রান দিয়ে বসেন৷

জয়ের জন্য লক্ষ্য ছিল ১০ ওভারে ৯৫ রানের৷ অবিশ্বাস্যভাবে মাত্র চার ওভারে কোনও উইকেট না হারিয়ে ৯৬ রান তুলে ম্যাচ পকেটে পোরে রাজপুতস৷ ম্যকালাম ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৮ বলে ২১ রান করে অপরাজিত থাকেন৷ শাহজাদের খেলা বলগুলো পর পর সাজিয়ে দিলে তার ব্যাটিং সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়৷ প্রতিটা বলে যেভাবে রান করেছেন আফগান তারকা, তা তুলে ধরলে ছবিটা দাঁড়ায়- ১, ৪, ৬, ৪, ৪, ৬, ১, ৬, ৬, ৪, ৬, ৪, ৪, ৬, ৬, ৬৷


তার আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে সিন্ধিস নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৯৪ রান তোলে৷ শেন ওয়াটসন ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২০ বলে ৪২ রান করেন৷ বাকিরা কেউ দু’অঙ্কে পৌঁছতে পারেননি৷ মুনাফ প্যাটেল ২০ রানে ৩ উইকেট নেন৷


আরো সংবাদ



premium cement
ডিবি কার্যালয়ে মিল্টন সমাদ্দারের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ চলছে সুন্দরবনে আগুন : নেভানোর চেষ্টা চলছে, তবে সময় লাগবে মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা আ’লীগের নীতিগত সিদ্ধান্ত : কাদের মুসলিমদের ঐক্য ও সংহতি বাড়ানোর লক্ষ্যে গাম্বিয়ায় ওআইসির সম্মেলন শুরু ঢাকা সেনানিবাসে এএফআইপি ও সেনা প্রাঙ্গণ ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশী আহত মধুখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচালক নিহত, আহত হেলপার বরিশালে নথুল্লাবাদ টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ নয়া দিগন্তের শৈলকুপা সংবাদাতার ওপর দুর্বৃত্তদের হামলা ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৯ সুন্দরবনে জ্বলছে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

সকল