১৭ মে ২০২৪, ০৩ জৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলকদ ১৪৪৫
`


জিম্বাবুয়েকে কত টার্গেট দিবে বাংলাদেশ?

ব্যাট করছেন মাহমুদুল্লাহ - সংগৃহীত

মধ্যাহ্নের বিরতির আগে বাংলাদেশ ২৯৬ রানের লিড নিয়েছে। জিম্বাবুয়েকে ফলোঅন না করিয়ে সকালে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। আর শুরুতেই বিপদে পড়ে। ১০ রানে হারায় দুই ওপেনার ইসরুল কায়েস ও লিটন দাসকে। এরপর প্রথম ইনিংসের দুই সেঞ্চুরিয়ান মুমিনুল হক ও মুশফিকুর রহিমকে। এরপর মোহাম্মদ মিথুন ও মাহমুদুল্লাহ রিয়াদ জুটি দলের হাল ধরেন। ইতোমধ্যে অর্ধশত রানের পার্টনারশিপ গড়েছেন তারা। প্রশ্ন উঠেছে, জিম্বাবুয়েকে কত রানের টার্গেট দিবে তারা?

ক্রিকইনফোর এক ধারাভাষ্যকার বলেন, 'বাংলাদেশের চা বিরতি পর্যন্ত ব্যাট করা উচিত। টার্গেট দেয়া উচিত ৪৩০ থেকে ৪৫০ রান।'

আরেকজন জানান, 'চা বিরতির আগ পর্যন্ত বাংলাদেশের আরো ১০০ থেকে ১২০ রান প্রয়োজন। এরপর চার শ'র বেশি টার্গেট দিলে ভালো হবে।'


আরো সংবাদ



premium cement