০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


ভারত-বাংলাদেশ ম্যাচে পার্থক্য গড়েছে যে বিষয়গুলো

একের পর এক ‍উইকেট হারিয়েছে বাংলাদেশ - ছবি : এএফপি

প্রথম ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে কিছুটা বেগ পেতে হয়েছিল। কিন্তু, তার পরই যেন নতুন উদ্যম পেয়ে যায় টিম ইন্ডিয়া। প্রথমে পাকিস্তান, তার পর বাংলাদেশ। পর পর দুই বড় ম্যাচ অনায়াসে জিতল রোহিত শর্মার দল। দুবাইতে শুক্রবারের রাতে স্রেফ উড়ে গেল বেঙ্গল টাইগাররা। ঠিক কোন জায়গায় বাংলাদেশকে হারিয়ে দিল ভারত? সে রকম কয়েকটি পয়েন্ট উল্লেখ করেছে ভারতীয় বাংলা দৈনিক আনন্দবাজার।

তামিমের অভাব: প্রথমেই বলতে হবে বাংলাদেশের ওপেনার তামিম ইকবালের অনুপস্থিতির কথা। চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার ফল ভুগতে হল দলকেই। তামিমের অভাব ভাল মতোই টের পাচ্ছে দল।

সাকিবের ব্যর্থতা : তামিমের অভাব মেটাবেন এই আশা করা গিয়েছিল দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসানের কাছ থেকে। কিন্তু, এ দিনের ম্যাচে তেমন কিছুই করতে পারলেন না। সাকিবের ব্যর্থতা বাংলাদেশের কাছে বড় ধাক্কা। তবে এ দিন সাকিবকে বোকা বানিয়ে আউট করার পিছনে ধোনীর ভূমিকার কথা বলতেই হবে।

হার্দিক পান্ডিয়ার চোট: হার্দিকের চোটের যেন শাপে বর হয়েছে ভারতের কাছে। সুযোগ পেয়েই রবীন্দ্র জাদেজা বুঝিয়ে দিলেন তিনি কতটা কার্যকরী। একাই চার উইকেট তুলে বাংলাদেশের সব প্রতিরোধ ভেঙে দিলেন।

পেস আক্রমণ: ভারতীয় পেস জুটি বুমরা ও ভুবনেশ্বরের আঁটোসাটো বোলিং বাংলাদেশের ব্যাটসম্যানদের পক্ষে রান তোলা কঠিন করে দেয় প্রথম থেকেই। প্রথম থেকে ভুবনেশ্বর ও বুমরাকে সামলাতে নাজেহাল হয়ে পড়েন লিটন-নাজমুলরা। ওপেনারদের ব্যর্থতায় প্রথম থেকেই দিশাহারা হয়ে পড়ে গোটা দল।

আক্রমণাত্মক ব্যাটিং: লোয়ার মিডলের ব্যাটসম্যানরা কিছুটা লড়াই করায় দেড়শো রানের গণ্ডি টপকায় বাংলাদেশ। কিন্তু, বাংলাদেশি বোলারদের বিন্দুমাত্র মাথা তোলার সুযোগ দিলেন না রোহিত শর্মা-শিখর ধওয়নরা। শুরুতেই ভারতীয় ওপেনাররা যে ঝড় তুলেছিলেন, তাতেই বেসামাল হয়ে যায় বাংলাদেশের সব আক্রমণ।

ক্যাপ্টেন্স নক: দুই ভারতীয় ওপেনারের বিধ্বংসী শুরু দলের জয়কে নিশ্চিত করে দেয়। তবে আলাদা করে বলতেই হবে রোহিত শর্মার কথা। অধিনায়কের দায়িত্ব পাওয়ার থেকে যেন নতুন রূপে পাওয়া যাচ্ছে তাঁকে। এক দিকে যেমন বুদ্ধিদীপ্ত অধিনায়কত্ব, অন্য দিকে তেমনই ব্যাটিংয়ে মূল শক্তি হয়ে উঠছেন। এ দিনও এক অসাধারণ ইনিংস খেললেন। সূত্র: আনন্দবাজার পত্রিকা

আরো পড়তে ক্লিক করুন: 

ব্যাটসম্যানদের দুষলেন মাশরাফি

যে কৌশলে বাজিমাত শোয়েব মালিকের


আরো সংবাদ



premium cement
চট্টগ্রামে সড়ক নিরাপত্তা নিশ্চিতে একসাথে কাজ করবে সিএমপি ও চসিক রাফায় ইসরাইলি অভিযানে ‘আমি বিরক্ত ও ব্যথিত’ : জাতিসঙ্ঘ প্রধান ৩ দিনের সফরে চট্টগ্রাম বন্দরে তুরস্ক নৌবাহিনীর জাহাজ আশুলিয়ায় ৫ টাকার উন্মুক্ত কবরস্থান উদ্বোধন গাবতলী বাস টার্মিনাল হবে মাল্টিমোডাল স্টেশন রাবিতে ছাত্রদল নেতাকে হলরুমে আটকে নির্যাতনের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে খুলনার পিপির আইন পেশা পরিচালনার ওপর এক মাসের নিষেধাজ্ঞা কুলাউড়ায় যুবকের লাশ উদ্ধার সোনালী ব্যাংকের বিশেষ পর্ষদ সভা অনুষ্ঠিত এবার স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৪৫০২ টাকা গজারিয়ায় মেঘনাতে নিখোঁজ কিশোরের লাশ ২ দিন পর উদ্ধার

সকল