০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


ব্যাটসম্যানদের দায়িত্বশীল হতে হবে : মাশরাফি

মাশরাফি বিন মুর্তজা - ফাইল ছবি

শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ এক জয় দিয়ে এশিয়া কাপ শুরু করেছিলো বাংলাদেশ। কিন্তু এরপর টানা দুই ম্যাচ হেরে আবার পথ হারায় দলটি। যদিও অধিানায়ক মাশরাফি বিন মুর্তজা মনে করেন এখনো টুর্নামেন্টে টিকে আছে দল। তার মতে আবার একটা জয় দলের মানসিকতা ও টুর্নামেন্টের পরিস্থিতি পাল্টে দিতে পারে।

শুক্রবার ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণীতে এসে মাশরাফি বলেন, ‘একটা ম্যাচই সবকিছু বদলে দিতে পারে। আমরা এখনো টুর্নামেন্টে টিকে আছি। আফগানিস্তানের বিপক্ষে পরের দেখায় আমাদের ভালো করতে হবে।’

তবে রোববারের ম্যাচের প্রতিপক্ষ আফগানদের নিয়ে যে মাশরাফি নির্ভার হতে পারছেন না সেটা তার কথাতেও ফুটে উঠেছে। তিনি বলেন, ‘শক্তিশালী বোলিং আক্রমণের কারণে আফগানদের হারানো কঠিন। তবে আমরা যদি ২৬০-২৭০ রান করতে পারি তাহলে অবশ্যই তাদের হারাতে পারবো। আমাদের বোলিং এখনো পর্যন্ত ঠিক আছে, ব্যাটিংটাই মূল চিন্তার বিষয়।’

আশা টিকে আছে টাইগার অধিনায়কের। একটা ম্যাচ জিতলেই আবার বদলে যেতে পারে দৃশ্যপটঠ। তিনি বলেন, ‘একটা ম্যাচই সবকিছু বদলে দিতে পারে। আমরা এখনো টুর্নামেন্টে টিকে আছি। আফগানিস্তানের বিপক্ষে পরের দেখায় আমাদের ভালো করতে হবে। শক্তিশালী বোলিং আক্রমণের কারণে তাদের হারানো কঠিন। তবে আমরা যদি ২৬০-২৭০ রান করতে পারি তাহলে অবশ্যই তাদের হারাতে পারবো। আমাদের বোলিং এখনো পর্যন্ত ঠিক আছে, ব্যাটিংটাই মূল চিন্তার বিষয়।’

ভারতের বিরুদ্ধে ম্যাচ নিয়ে বাংলাদেশের অধিনায়কের ভাষ্য, ‘শুরু থেকেই আমরা উইকেট হারাতে শুরু করেছি। তবে ফিরে আসার সুযোগ ছিলো। রান করার জন্য এই উইকেট খুব একটা খারাপ নয়। এখানে ২৫০-২৬০ করার সুযোগ ছিলো, কিন্তু উইকেট ধরে রাখতে পারিনি আমরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করা সহজ ছিলো, তবে প্রথম ইনিংসে আড়াইশ পার করা অসম্ভব ছিলো না। ১৭০ রানের পুঁজি নিয়ে বোলারদের লড়াই করতে বলা যায় না।’

দলের ব্যাটিং নিয়ে আগে উদ্বেগ প্রকাশ করেছেন টাইগার অধিনায়ক। তামিম ইকবালের ইনজুরি, মুশফিকও পুরোপুরি ফিট নন, শ্রীলঙ্কা ম্যাচে খেলেছেন ব্যথানাশক ঔষধ খেয়ে। সাকিব আল হাসানের আঙুলে আছে চোট। সব মিলে তাই অধিনায়কের জন্য পরিস্থিতিটা উদ্বেগের হওয়াটাই স্বাভাবিক।

ব্যাটসম্যানদের ভুমিকা সম্পর্কে মাশরাফি বলেন, ‘ব্যাটসম্যানদের দায়িত্বশীল হতে হবে। উইকেট পরে যাওয়ার পরই ম্যাচে টিকে থাকতে জানতে হবে। আগামী ম্যাচেও আমাদের প্রতিপক্ষ টিমের বোলিং আক্রমণ শক্তিশালী, আমাদের ভালো ব্যাট করতে হবে’।

আরো পড়তে ক্লিক করুন:

টানটান উত্তেজনার ম্যাচে পাকিস্তানের জয়

 


আরো সংবাদ



premium cement
ইসরাইলগামী সকল জাহাজে হামলার হুমকি হাউছিদের কংগ্রেস সর্বোচ্চ চেষ্টা করেও ৫০ আসন পাবে না : মোদি প্যারিসের বিশ্ববিদ্যালয় থেকে ফিলিস্তিনিপন্থী শিক্ষার্থীদের সরিয়েছে পুলিশ চুক্তিতে সম্মত হতে হামাসকে ৭ দিনের আল্টিমেটাম ইসরাইলের গফরগাঁওয়ে লরিচাকায় পিষ্ট হয়ে নারী নিহত রোহিঙ্গা গণহত্যা : মিয়ানমারের বিরুদ্ধে মামলার দ্রুত নিরসনে আশাবাদী বাংলাদেশ-গাম্বিয়া দোয়ারাবাজারে মইন হত্যাকারীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ সাংবাদিকদের সুরক্ষায় প্রতিটি দেশের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান জলবায়ু সঙ্কট মোকাবেলায় অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন জোরদারের আহ্বান এডিবি প্রেসিডেন্টের মিরসরাইয়ে তীব্র তাপদাহে মরছে মাছ : লোকসানের মুখে চাষিরা মহেশখালীতে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা, এগিয়ে জয়নাল

সকল