২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

লজিটেকের জি ক্লাউড গেমিং কনসোল

লজিটেকের জি ক্লাউড গেমিং কনসোল -

জি ক্লাউড গেমিং হ্যান্ডহেল্ড গেমিং কনসোল বাজারজাত শুরু করেছে লজিটেক। টেনসেন্টের সাথে যৌথভাবে তৈরি করা জি ক্লাউড গেমিং কনসোল বর্তমানে যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারে মিলছে। নতুন কনসোলটি অনেকটা নিনতেনদো সুইচ ও স্টিম ডেক ডিভাইসের মতো দেখতে এবং এতে এ/বি/এক্স/ওয়াই বাটন, ডি-প্যাড, দু’টি জয়স্টিক, দু’টি বাম্পার, দুটি ট্রিগার, লেফট ও রাইট বাটন, একটি জি ও হোম বাটন রয়েছে। ডিভাইসটি একটি ক্লাউড গেমিং মেশিন। অর্থাৎ এটি ব্যবহারে গেমারদের ওয়াই-ফাই কানেকশন ব্যবহার করতে হবে। কেননা গেমগুলো মূলত রিমোট সার্ভারে রেন্ডার হবে। এর মাধ্যমে ট্রিপল এ ক্যাটাগরির গেমগুলো খেলা যাবে। কনসোলটিতে গেম খেলার জন্য এক্সবক্স গেম পাস আল্টিমেট সাবস্ক্রিপশন, এনভিডিয়া জিফোর্স নাও বা স্টিম লিংক যুক্ত করতে হবে।
লজিটেকের কনসোলটিতে অ্যান্ড্রয়েডভিত্তিক অপারেটিং সিস্টেম রয়েছে। এতে গুগল প্লে স্টোর, ক্রোম, ইউটিউব ও অন্যান্য অ্যাপ রয়েছে। অভ্যন্তরীণ যন্ত্রাংশের দিক থেকে কনসোলটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭২০জি চিপসেট, ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

 


আরো সংবাদ



premium cement