২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

গুলশানে চালু হলো ‘লজিটেক এক্সপ্রেস স্টোর’

গুলশানে চালু হলো ‘লজিটেক এক্সপ্রেস স্টোর’ -

লজিটেক বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ব্যবসায়িক কার্যক্রম শুরু করে ২০১০ সালে। বর্তমানে লজিটেকের পণ্যগুলোর মধ্যে রয়েছে মাউস, কি-বোর্ড, হেড সেট, ওয়েব ক্যাম, গেমিং পোর্টফোলিও, গেম প্যাড এবং স্পিকার। দেশের গ্রাহকদের সুবিধার্থে ঢাকার প্রাণকেন্দ্র গুলশান-২ এ তাহের টাওয়ারের দ্বিতীয়তলায় লজিটেকের লজিটেক এক্সেপ্রেস স্টোরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন লজিটেকের সাউথ এশিয়া ফ্রন্টিয়ার মার্কেটস প্রধান পার্থ ঘোষ এবং মার্কেটিং ম্যানেজার প্রিয়াঙ্ক মন্দিরাত্তা। এ সময় উপস্থিত ছিলেন লজিটেকের জাতীয় পরিবেশক স্মার্ট টেকনোলজিস, এক্সেল টেকনোলজিস, বি-ট্র্যাক টেকনোলজিসের প্রতিনিধিরাসহ ডন সামডানি, সোহাগ ৩৬০, পিসি বিল্ডার্স এবং এটিসিসহ বিখ্যাত সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্বরা।
পার্থ ঘোষ বলেন, বাংলাদেশে বাজার বাড়াতে এই টাচ অ্যান্ড ফিল দেয়ার সুযোগ তৈরি করলো লজিটেক। লজিটেক এক্সপ্রেস স্টোরে প্রযুক্তিপ্রেমীরা বিশ্বখ্যাত পিসি গেমিং পোর্টফোলিওর সাথে প্রোডাক্টিভিটি উন্নত করতে বা ই-স্পোর্টসে এক্সেল করার জন্য বিভিন্ন ক্যাটাগরিজুড়ে সর্বোত্তম লজিটেক প্রোডাক্টগুলো উপভোগ করতে পারবেন। উদ্বোধন উপলক্ষে পাওয়া যাবে আকর্ষণীয় অফারে এক্সক্লুসিভ লজিটেকের পণ্য । লজিটেকের যেকোনো পণ্য ক্রয়ে থাকছে ১০% ছাড়। এ ছাড়াও লজিটেক পণ্য ক্রয়ে চলছে স্ক্রার্চ অ্যান্ড উইন অফার। এই অফারে ক্রেতারা স্ক্রার্চ কার্ড ঘষে নিশ্চিত উপহার পাবেন। দু’জন ভাগ্যবান বিজয়ী পাবেন ল্যাপটপ; তিনজন পাবেন টেলিভিশন; দশজন পাবেন স্মার্টফোনসহ রয়েছে নিশ্চিত উপহার পাওয়ার নিশ্চয়তা। এই অফার চলবে ৩০ আগস্ট পর্যন্ত।


আরো সংবাদ



premium cement