২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

আসছে ২১ হাজার এমএএইচের ব্যাটারির স্মার্টফোন

আসছে ২১ হাজার এমএএইচের ব্যাটারির স্মার্টফোন -

বিশ্বের বৃহত্তম ব্যাটারির টেকসই স্মার্টফোন আনছে ওকিটেল। প্রতিকূল পরিবেশে টিকে থাকতে সক্ষম ডব্লিউপি১৯ মডেলের স্মার্টফোনটি চলতি মাসের শেষের দিকে উন্মোচিত হতে পারে। প্রতিকূল পরিবেশে যারা অবস্থান করেন কিংবা ভ্রমণ করেন, তাদের জুতসই সঙ্গী হতে পারে ওকিটেল ডব্লিউপি১৯। ফোনটির বিশেষত্ব হচ্ছে এর ২১ হাজার এমএএইচের ব্যাটারি। একবার চার্জে যা এক সপ্তাহ সচল থাকবে। রিভার্স চার্জিং ফাংশন থাকায় এটাকে মিনি পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করা যাবে।
তবে ব্যাটারিতে জোর দিতে গিয়ে অন্যান্য ফোন যেখানে ক্যামেরায় আপস করে, ওকিটেলের বেলায় তেমনটা হয়নি। মেইন ক্যামেরায় থাকছে স্যামসাংয়ের ৬৪ মেগাপিক্সেলের একটি সেন্সর। এছাড়া সনির ২০ মেগাপিক্সেলের একটি নাইট ভিশন সেন্সর রয়েছে এতে। অন্ধকার রাতেও উচ্চ কোয়ালিটির ছবি তোলা যাবে এতে। এছাড়া ২০ মিটার দূরে থাকা বস্তুর সুন্দর ছবি তুলতে পারা যাওয়ায় ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফিতে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হবে ফোনটি। এই ফোনটিতে থাকবে ৬ দশমিক ৭৮ ইঞ্চির ডিসপ্লে এবং ৮ জিবি র‌্যাম।


আরো সংবাদ



premium cement