২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

ভারতের বাজারে এসেছে রেডমি ১০ লাইট

-

রেডমি নোট ১০ সিরিজের একটি নতুন ভ্যারিয়েন্টের ভারতে লঞ্চের দিয়েছে শাওমি। রেডমি পরিবারে নতুন সদস্যের নাম রেডমি নোট ১০ লাইট, ভারতের বাজারে ফোনটির দাম শুরু হয়েছে ১৩ হাজার ৯৯৯ টাকা থেকে। মূলত গত বছরের রেডমি নোট ৯ প্রো মডেলটিকে রিব্র্যান্ডেড করে রেডমি নোট ১০ লাইট নামে ভারতের বাজারে এনেছে শাওমি। রিব্র্যান্ডিং করলেও, ডিভাইসটির অভ্যন্তরে অল্পস্বল্প পরিবর্তন করা হয়েছে। এই ফোনে পাওয়া যাবে স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর, পাঁচ হাজার এমএএইচ ব্যাটারি ও ৪৮ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ।
রেডমি নোট ৯ প্রোর মতো রেডমি নোট ১০ লাইট ৬.৬৭ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লের সাথে এসেছে, যা ফুল-এইচডি রেজুলিউশন সাপোর্ট করে। কর্নিং গরিলা গ্লাস ৫সহ স্ক্রিনের পাঞ্চ-হোল কাটআউটে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেয়া হয়েছে। স্ন্যাপড্রাগন ৭২০ জি প্রসেসর থাকার ফলে রেডমি নোট ১০ লাইট ফোনে মাল্টি-টাস্কিং হবে আরো দ্রুত। ফোনটির ব্যাক প্যানেলে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ-৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ৫ মেগাপিক্সেল লেন্স, ও ২ মেগাপিক্সেল সেন্সর। সিকিউরিটির জন্য ফোনে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেয়া হয়েছে। ডিভাইসটিতে পাঁচ হাজার এমএএইচ ব্যাটারি আছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সফটয়্যারের দিক থেকে ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১২ কাস্টম ওএসে রান করবে। রেডমি নোট ১০ লাইট এসেছে মিডনাইট ব্ল্যাক, মেটালিক গ্রে, এবং গ্লেসিয়ার হোয়াইট রঙে। ফোনটির ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজযুক্ত বেস ভার্সনের দাম ১৩ হাজার ৯৯৯ টাকা রাখা হয়েছে। এ ছাড়াও স্মার্টফোনটি ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ও ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। দাম পড়বে যথাক্রমে ১৫ হাজার ৯৯৯ টাকা ও ১৬ হাজার ৯৯৯ টাকা।

 


আরো সংবাদ



premium cement