২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

চলতি মাসেই ফাইভ-জি আইফোন আনতে পারে অ্যাপল

-

সচরাচর সেপ্টেম্বরেই নতুন আইফোন উন্মোচন করে অ্যাপল। এবার করোনার কারণে ব্যতিক্রম। করোনাভাইরাস সঙ্কটের কারণে সেপ্টেম্বরে নতুন আইফোন দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি। বিশ্লেষকরা আগেই বিনিয়োগকারীদের সতর্কবার্তা জানিয়েছিলেন, অক্টোবরের আগে নতুন আইফোন আসবে না এবার। যদিও সেপ্টেম্বরে অ্যাপল ওয়াচ, আইপ্যাড উন্মোচন করেছে অ্যাপল। সব ঠিক থাকলে ১৩ অক্টোবর বিশেষ অনুষ্ঠান হবে বলে জানিয়েছে অ্যাপল। অনেক বিশ্লেষকই ধারণা করছেন, ওইদিন দেখা মিলতে পারে নতুন ফাইভ-জি আইফোনের। বিশ্লেষকদের ধারণা, আসন্ন আয়োজনে নতুন ফাইভ-জি সক্ষমতার আইফোন দেখাবে অ্যাপল। নতুন এয়ারপডস ‘ওভার ইয়ার ওয়্যারলেস হেডফোন’ ও ট্যাগস আসতে পারে বলেও ভবিষ্যদ্বাণী করেছেন তারা। তাদের ভাষ্যে, ট্যাগসে তারবিহীন তরঙ্গ ব্যবহার করে হারানো বস্তু খুঁজে পাওয়ার ক্ষমতা থাকবে।


আরো সংবাদ



premium cement