২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

স্বাভাবিক উৎপাদনে ফিরছে ফক্সকন

-

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে চীনের অর্থনৈতিক কর্মকাণ্ড বিপর্যস্ত হলেও দ্রুত স্বাভাবিক কার্যক্রমে ফিরছে প্রতিষ্ঠানগুলো। আর এই তালিকায় রয়েছে ফক্সকনের স্মার্টফোন উৎপাদন কারখানাগুলোও।
করোনার প্রভাবে অন্যান্য শিল্পের মতো স্মার্টফোন উৎপাদন শিল্পেরও কার্যক্রম স্থবির হয়ে যায়। চীনে স্মার্টফোন উৎপাদন কারখানাগুলোর কর্মীদের অনির্দিষ্টকালের ছুটিতে পাঠাতে বাধ্য হয়। ফক্সকনের প্রতিষ্ঠাতা টেরি গো জানিয়েছেন, এখন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক পর্যায়ে ফিরেছে। কর্মীরাও স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিচ্ছেন।
তাইওয়ানভিত্তিক ফক্সকন বিশ্বের বৃহৎ চুক্তিভিত্তিক ইলেকট্রনিকস নির্মাতা। অ্যাপলের প্রধান চুক্তিভিত্তিক পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানটির বেশির ভাগ উৎপাদন কারখানা চীনে অবস্থিত। এর সরবরাহকারীদেরও বেশির ভাগই চীনে অবস্থিত। চীনে নভেল করোনাভাইরাস সংক্রমিত হয়ে সৃষ্ট রোগ কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ভয়াবহ রূপ নিলে বাধ্য হয়ে উৎপাদন কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে প্রতিষ্ঠানটি। একই সাথে স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনা করে কর্মীদের ছুটিতে পাঠানো হয়।
সম্প্রতি টেরি গো এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ফক্সকনের চীনের কারখানার কর্মীরা কাজে যোগ দিচ্ছেন। যে কারণে উৎপাদন কারখানাগুলোর কার্যক্রম প্রত্যাশার চেয়ে দ্রুত স্বাভাবিক পর্যায়ে ফিরছে। পাশাপাশি চীন ও ভিয়েতনামে ফক্সকনের কারখানায় সরঞ্জাম সরবরাহ স্বাভাবিক হয়ে উঠেছে।
তবে উৎপাদন স্বাভাবিক হলেও করোনাভাইরাসের নেতিবাচক প্রভাব পড়বে বৈশ্বিক মোবাইল ডিভাইস বাজারে। কারণ করোনাভাইরাস আতঙ্কে ডিভাইস বাজারে চাহিদা কমেছে। মোবাইল ডিভাইসের গুরুত্বপূর্ণ দুই বাজার যুক্তরাষ্ট্র ও চীনে করোনাভাইরাসের তীব্র প্রভাব পড়বে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাজার পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। কারণ উৎপাদন স্বাভাবিক পর্যায়ে ফিরলেও ভোক্তারা প্রযুক্তি পণ্যে ব্যয় বন্ধ করলে ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়বে।
আইফোন নির্মাতা অ্যাপল ফক্সকনের প্রধান গ্রাহক। চীনে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় আইফোন উৎপাদন ব্যাহত হওয়ার বিষয়ে আগেই সতর্ক করেছে প্রতিষ্ঠানটি। অ্যাপলের বিবৃতিতে জানানো হয়, চীনভিত্তিক ডিভাইস ব্র্যান্ডগুলোর পাশাপাশি করোনাভাইরাসের প্রভাব অ্যাপলের আইফোন ব্যবসা বিভাগের ওপরও পড়ছে। করোনাভাইরাসের কারণে চীনে আইফোনের উৎপাদন ব্যাহত হওয়ায় তাদের আগাম পূর্বাভাসের তুলনায় রাজস্ব আয় অনেকাংশে কম হবে।


আরো সংবাদ



premium cement