১৬ মে ২০২৪, ০২ জৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলকদ ১৪৪৫
`


মটো জেড থ্রি উন্মোচন

-

সম্প্রতি যুক্তরাষ্ট্রে নতুন একটি স্মার্টফোন উন্মোচন করেছে মটোরোলা। এটি মটো জেড সিরিজের পরবর্তী সংস্করণ। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে তৈরি। ফোনটিতে ১০৮০*২১৬০ পিক্সেল রেজুল্যুশনের ৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর ডিসপ্লে রেশিও ১৮:৯। ডিভাইসটিতে গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে। ৪ গিগাবাইট র্যামের ফোনটিতে ৬৪ গিগাবাইট পর্যন্ত অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের সুবিধা আছে। তবে মাইক্রো এসডির মাধ্যমে তা বাড়ানোর সুবিধা থাকছে। ডিভাইসটিতে ২ দশমিক ৩৫ গিগাহার্জ অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটিতে ৩ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে, যা দীর্ঘ সময় পাওয়ার ব্যাকআপ দেবে। ডুয়াল ক্যামেরা সেটআপ-সংবলিত এ স্মার্টফোনের পেছনে ১২ ও ১২ মেগাপিক্সেলের দু’টি সেন্সর রয়েছে। এ ছাড়া ফ্রন্ট ক্যামেরায় ব্যবহার করা হয়েছে ৮ মেগাপিক্সেলের সেন্সর। ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ডিভাইসটিতে ফাইভজি মটো মড রয়েছে, যা ফাইভজি নেটওয়ার্ক সমর্থন করবে। কয়েক সপ্তাহ আগে মটো জেড৩ প্লে নামে আরেকটি ডিভাইস উন্মোচন করেছে মটোরোলা। ডিভাইসটিতে ৬ দশমিক ১ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। ৪ গিগাবাইট র্যাম ও ৬৪ গিগাবাইট পর্যন্ত অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণ সুবিধাসংবলিত এ স্মার্টফোনের পেছনে ১২ ও ৫ মেগাপিক্সেলের দু’টি সেন্সর রয়েছে। যুক্তরাষ্ট্রে মটো জেডথ্রি ডিভাইসটির দাম ৪৮০ ডলার। ১৬ আগস্ট থেকে ভেরাইজন যুক্তরাষ্ট্রে ডিভাইস বিক্রি শুরু করবে।


আরো সংবাদ



premium cement