২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

মানারাত কলেজে রমজানের তাৎপর্য শীর্ষক সেমিনার

-

গতকাল মঙ্গলবার মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে ‘পবিত্র রমজানের তাৎপর্য’ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানারাত ট্রাস্টের সভাপতি সাবেক সচিব মুহাম্মদ ফজলুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন বিশিষ্ট আলেমে দ্বীন ও মিডিয়া ব্যক্তিত্ব ড. মো: রফিকুল ইসলাম আল-মাদানী। কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মো: মেহ্দী হাসান প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মানারাত ট্রাস্ট সদস্য অধ্যাপক এ টি এম ফজলুল হক, অধ্যাপক এম উমার আলী, কলেজের ভাইস প্রিন্সিপাল ফাতেমা জেমাইমা রহমান ও অধ্যাপক মো: হাবিবুর রহমান আকন্দ, ট্রাস্ট সেক্রেটারি এ বি জাফর আহমেদ, কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। ড. মো: রফিকুল ইসলাম আল-মাদানী তার আলোচনায় বলেন, রমজান হলো ক্ষমার মাস। এই মাস মাগফিরাতের মৌসুম। রমজানের রোজা করলে আমাদের গুনাহ মাফ হয়। রোজা পালন সম্পর্কে তিনি বলেন, প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ দিয়ে রোজা পালন করতে হবে। রোজা রেখে হাত দিয়ে খারাপ কাজ করব তা হবে না। জিহবা দিয়ে খারাপ কথা বলা যাবে না। নেট-ব্রাউজিংয়ের ব্যাপারেও রোজা পালন করতে হবে।রমজানে তাকওয়া অর্জনের ব্যাপারে তিনি বলেন, সিয়াম পালনের লক্ষ্য তাকওয়া অর্জন আর তাকওয়ার সম্পর্ক অন্তরের সাথে। তাকওয়ার মাধ্যমেই মানুষ আল্লাহর প্রিয় বান্দা হয়। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement