২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
নৌকার জামানত বাজেয়াপ্ত

বগুড়া পৌর নির্বাচনে বিএনপির প্রার্থী বাদশা বিপুল ভোটে নির্বাচিত

-

বগুড়া পৌরসভা নির্বাচনে বেসরকারি ফলাফলে বিএনপি মনোনীত রেজাউল করিম বাদশা বিপুলভোটে মেয়র নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৮২ হাজার ২১৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জগ প্রতীকের আব্দুল মান্নান আকন্দ পেয়েছেন ৫৬ হাজার ৯০টি ভোট। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে বগুড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববির প্রাপ্ত ভোট ২০ হাজার ৮৯ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়ার সহ- সভাপতি মাওলানা আব্দুল মতিন (হাতপাখা) পেয়েছেন ছয় হাজার ১৯১ ভোট। বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে রাত সাড়ে ৮টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে কাউন্সিলর পদে বিজয়ীদের মধ্যে বিএনপি সমর্থিত একজন নারী কাউন্সিলরসহ ১০ জন, আওয়ামী লীগ তিন নারী কাউন্সিলরসহ ১৩ জন এবং জামায়াত সমর্থিত তিন নারী ও দুই সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর রয়েছেন। নৌকা প্রতীকের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। সাধারণ কাউন্সিলর পদে জয় পেয়েছেন ১ নং ওয়ার্ডে শাহ মো: মেহেদী হাসান হিমু, ২ নং ওয়ার্ডে তৌহিদুল ইসলাম বিটু, ৩ নং ওয়ার্ডে কবিরাজ তরুণ কুমার চক্রবর্তী, ৪ নং ওয়ার্ডে মতিন সরকার, ৫ নং ওয়ার্ডে রেজাউল করিম ডাবলু, ৬ নং ওয়ার্ডে পরিমল চন্দ্র দাস, ৭ নং ওয়ার্ডে দেলোয়ার হোসেন পশারী হিরু, ৮ নং ওয়ার্ডে এরশাদুল বারী এরশাদ, ৯ নং ওয়ার্ডে আলহাজ শেখ, ১০ নং ওয়ার্ডে আরিফুল ইসলাম আরিফ, ১১ নং ওয়ার্ডে সিপার আল বখতিয়ার, ১২ নং ওয়ার্ডে এনামুল হক সুমন, ১৩ নং ওয়ার্ডে আল মামুন, ১৪ নং ওয়ার্ডে এম আর ইসলাম রফিক, ১৫ নং ওয়ার্ডে আমিনুল ইসলাম, ১৬ নং ওয়ার্ডে আমিন আল মেহেদী, ১৮ নং ওয়ার্ডে রাজু হোসেন পাইকাড়, ১৯ নং ওয়ার্ডে লুৎফর রহমান মিন্টু, ২০ নং ওয়ার্ডে রুস্তম আলী, ২১ নং ওয়ার্ডে রুহুল কুদ্দুস ডিলু। সংরক্ষিত ১ নং ওয়ার্ডে বিজয়ী মোছা: জোবাইদা বেগম, ২ নং ওয়ার্ডে ফারুক সাখিনা (শিখা), ৩ নং ওয়ার্ডে হোসনে আরা হাসি, ৪ নং ওয়ার্ডে শাহিনুর, ৫ নং ওয়ার্ডে শিরীন আকতার, ৬ নং ওয়ার্ডে মুক্তি বেগম, ৭ নং ওয়ার্ডে মন্জুয়ারা খাতুন । নবনির্বাচিত মেয়র রেজাউল করিম বাদশা তার প্রতিক্রিয়ায় বলেছেন, দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে সমস্যা সমাধান এবং উন্নয়নে কাজ করব। গত রোববার ইভিএমে সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। মোট দুই লাখ ৭৫ হাজার ৮৭০ জন ভোটারের মধ্যে ভোট দেন এক লাখ ৬৫ হাজার ১১২ জন যা শতকরা হিসেবে প্রায় ৬০ ভাগ।
এ দিকে প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় নৌকার মেয়র প্রার্থী ববি ও হাতপাখার প্রার্থী আব্দুল মতিনের জামানত বাজেয়াফত হচ্ছে। জামানত রক্ষায় ভোট পেতে হতো ২০ হাজার ৬৩৯। সেখানে ববি ও মতিন তার চেয়ে কম ভোট পেয়েছেন।
অপর দিকে নবনির্বাচিত মেয়র রেজাউল করিম বাদশাকে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। ফলাফল ঘোষণার পর রাতে শহর বিএনপি কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, অ্যাডভোকেট এ কে এম সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল, আলী আজগর তালুকদার হেনা, মাহবুবর রহমান বকুল উপস্থিত ছিলেন। এ ছাড়া নবনির্বাচিত মেয়রকে সোমবার শুভেচ্ছা জানান বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও সদরের সংসদ সদস্য গোলাম মো: সিরাজ। একই সাথে তিনি নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের অভিনন্দন জানিয়েছেন।


আরো সংবাদ



premium cement
‘ফ্রি ভিসার গল্প’ আর শূন্য হাতে ফেরা লাখো শ্রমিক নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায় দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের আশুলিয়ায় বাঁশবাগান থেকে নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার মিয়ানমারের কর্মকর্তারা ফেরত গেলেন, কিন্তু রোহিঙ্গা সঙ্কট কি আরো জটিল হচ্ছে দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষ, চালক-হেলপার নিহত মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ সখীপুরে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসল্লিরা দক্ষিণ ভারতে কেন কাজ করেনি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আংশিক কমিটি বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসায় বিনিয়োগ সম্ভাবনা অন্বেষণে থাইল্যান্ডের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

সকল