২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

কেরানীগঞ্জে ওয়াশিং ফ্যাক্টরি ও সাড়ে ৩ লাখ শ্রমিক বাঁচাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

-

৮১ হাজার শিল্পকারখানা ও সাড়ে তিন লাখ শ্রমিককে বাঁচাতে পাঁচ দফা দাবি জানিয়েছে কেরানীগঞ্জ ওয়াশিং ফ্যাক্টরি মালিক সমবায় সমিতি। এই দাবি বাস্তবায়ন না হলে চরম বিপর্যয়ে পড়বে ওয়াশিং শিল্প। এতে করে না খেয়ে থাকতে হবে প্রায় ২০ লাখ মানুষকে। এতগুলো মানুষের রুজি রক্ষার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
গত বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি কাজী আবু সোহেল কাজল, সাধারণ সম্পাদক সোহেল রেজাসহ অন্য সদস্যরা।
লিখিত বক্তব্যে জানানো হয়, কেরানীগঞ্জে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে গড়ে ওঠা ওয়াশিং শিল্পকারখানা। কিন্তু সম্প্রতি পরিবেশ অধিদফতর থেকে আবাসিক এলাকায় কারখানা না রাখার জন্য ঘোষণা দেয়া হয়েছে। এতে করে ইতোমধ্যে ৮১ হাজার ওয়াশিং ফ্যাক্টরি বন্ধ হয়ে ২৫ হাজার শ্রমিক বেকার হয়েছে। ফ্যাক্টরিগুলো সচল রাখার জন্য ইতোমধ্যে ব্যক্তি উদ্যোগে কেরানীগঞ্জ শিল্প জোনে ৫০০ কাঠা জমি কেনা হয়েছে। কিন্তু সেখানে গ্যাস, বিদ্যুৎ, স্যুয়ারেজ লাইন, রাস্তাঘাট ও ই.টি.পিসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়া যাচ্ছে না। যার কারণে চরম বিপদের মধ্যে পড়েছেন ফ্যাক্টরি মালিক ও শ্রমিকরা।
৫ দফা দাবিতে ভুক্তভুগীরা বলেন, বন্ধ ফ্যাক্টরিগুলো চালু করে বাজারের বকেয়া পাওনা উত্তোলনের সুযোগ করে দিতে হবে। শিল্প জোনের ৫০০ কাঠা জমিতে অবিলম্বে গ্যাস, বিদ্যুৎ, স্যুয়ারেজ লাইন, রাস্তাঘাট ও ই.টি.পিসহ অন্যান্য সুযোগ-সুবিধা শতভাগ নিশ্চিত করতে হবে। লোকাল গার্মেন্টস শিল্পে জড়িত ৩ লাখ ২৫ হাজার শ্রমিক ও তাদের ২০ লাখ পরিবার-পরিজন যেন পথে না বসে তাই ফ্যাক্টরি স্থানান্তর হওয়ার আগ পর্যন্ত সেগুলো বন্ধ করা যাবে না, শিল্প জোনে দ্রুত কারখানা তৈরি করে শ্রমিকদের রুটি-রুজির ব্যবস্থা করতে সহজ শর্তে ব্যাংক ঋণ প্রদান করতে হবে এবং হঠকারী কোনো সিদ্ধান্ত গ্রহণ করে তাদের বিপদগ্রস্ত না করতে আহ্বান জানানো হয়।


আরো সংবাদ



premium cement
আশুলিয়ায় বাঁশবাগান থেকে নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার মিয়ানমারের কর্মকর্তারা ফেরত গেলেন, কিন্তু রোহিঙ্গা সঙ্কট কি আরো জটিল হচ্ছে দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষ, চালক-হেলপার নিহত মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ সখীপুরে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসল্লিরা দক্ষিণ ভারতে কেন কাজ করেনি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আংশিক কমিটি বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসায় বিনিয়োগ সম্ভাবনা অন্বেষণে থাইল্যান্ডের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ট্রাম্পের বিচার নিয়ে বিভক্ত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট চুয়েট শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, ক্লাসে ফেরার সিদ্ধান্ত আমদানি ব্যয় কমাতে দক্ষিণাঞ্চলের সূর্যমুখী তেলের আবাদ

সকল