২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

জিওসি আর্টডক কোর অব মিলিটারি পুলিশের ‘কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে অভিষিক্ত

-

বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব মিলিটারি পুলিশের ষষ্ঠ কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান গতকাল সোমবার সাভার সেনানিবাসস্থ কোর অব মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুলে (সিএমপিসিঅ্যান্ডএস) অনুষ্ঠিত হয়েছে। ওই অনুষ্ঠানে লে. জেনারেল এস এম শফিউদ্দিন আহমদে, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), সদর দফতর আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডকে (আর্টডক) ষষ্ঠ কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে অভিষিক্ত করা হয়।
জিওসি, আর্টডক অনুষ্ঠানস্থলে পৌঁছলে কোর অব মিলিটারি পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে কোর অব মিলিটারি পুলিশের জ্যেষ্ঠ অধিনায়ক এবং জ্যেষ্ঠ সুবেদার মেজর জিওসি, আর্টডককে কোর অব মিলিটারি পুলিশের কর্নেল কমান্ড্যান্ট র্যাংকব্যাজ পরিয়ে দেন। অতঃপর তিনি বর্ণিত অনুষ্ঠানে উপস্থিত সবার উদ্দেশে বক্তব্য দেন।
ওই অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্তকর্তা এবং মিলিটারি পুলিশ ইউনিটের সব অধিনায়ক ও সদস্য উপস্থিত ছিলেন।
সেনাবাহিনীর প্রচলিত রীতি অনুযায়ী একজন সিনিয়র অফিসারের প্রতি গভীর ও আন্তরিক শ্রদ্ধা নিবেদন করে তাকে পিতৃসুলভ অভিভাবকের আসনে ‘কর্নেল কমান্ড্যান্ট’ উপাধি দিয়ে অভিষিক্ত করা হয়ে থাকে। আইএসপিআর

 


আরো সংবাদ



premium cement