০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


শফিউল বারী বাবুর মৃত্যুতে শোক অব্যাহত : ২ দিনের কর্মসূচি ঘোষণা

-

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারী বাবুর মৃত্যুতে শোক প্রকাশ অব্যাহত রয়েছে। দলীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সংগঠন ও ব্যক্তি মরহুমের জন্য শোক প্রকাশ করেছেন। তারা বাবুর রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানান। এ দিকে মরহুমের রূহের মাগফিরাত কামনায় দুই দিনের কর্মসূচি ঘোষণা দিয়েছে স্বেচ্ছাসেবক দল। প্রসঙ্গত, গত মঙ্গলবার ভোরে রাজধানীর এপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন শফিউল বারী বাবু।
আরো যারা শোক জানিয়েছেন : মরহুম শফিউল বারী বাবুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ব্যারিস্টার মওদুদ আহমদ, মো: বরকত উল্লাহ বুলু, মো: শাহজাহান, আবুল খায়ের ভূঁইয়া, জয়নাল আবেদীন ফারুক, মাহবুবের রহমান শামিম, জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) নির্বাহী পরিচালক অধ্যাপক ডা: ফরহাদ হালিম ডোনার, ছাত্রদলের সাবেক নেতা শামসুজ্জামান দুদু, ড. আসাদুজ্জামান রিপন, আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, ফজলুল হক মিলন, খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, কামরুজ্জামান রতন, হাবিব-উন-নবী খান সোহেল, আজিজুল বারী হেলাল, এ বি এম মোশারফ হোসেন, সুলতান সালাহউদ্দিন টুকু, আমীরুল ইসলাম খান আলীম, আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, হাবিবুর রশীদ হাবিব, রাজীব আহসান ও আকরামুল হাসান, এ ছাড়া এজমল হোসেন পাইলট, ইখতিয়ার রহমান কবির, মামুন বিল্লাহ, জয়দেব জয়, আসাদুজ্জামান আসাদ, জহির উদ্দিন তুহিন, বায়েজীদ আরেফিন, বাশার সিদ্দিকী, দবির উদ্দিন তুষার, গোলাম আজম সৈকত, আব্দুল মালেক ও আজিম পাটোয়ারী ও মফিজুর রহমান আশিক। শফিউল বারী বাবুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ। শোকবাণী দাতারা হলেনÑ আমান উল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, নাজিম উদ্দিন আলম, মোস্তাফিজুর রহমান বাবুল, সাইফ উদ্দিন আহমেদ মনি, খন্দকার লুৎফর রহমান, সালাহউদ্দিন তরুণ এবং আসাদুর রহমান আসাদ। এ ছাড়া ঢাকা মহনগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন নবী খান সোহেল এবং সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্যসচিব মজিবুর রহমান, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা: হারুন আল রশিদ ও মহাসচিব অধ্যাপক মো: আব্দুস সালাম শোক প্রকাশ করেছেন।
কর্মসূচী : শফিউল বারী বাবুর মৃত্যুতে স্বেচ্ছাসেবক দল ঘোষিত কর্মসূচি হচ্ছেÑ আজ বৃহস্পতিবার সকাল ১১টায় নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মরহুমের রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল। এ ছাড়া সারা দেশে দিনব্যাপী জেলা, মহানগর এবং এর অধীনস্থ সব থানা, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আগামীকাল শুক্রবার বাদ জুমা ঢাকা মহানগরসহ দেশব্যাপী মসজিদে মসজিদে মরহুমের রূহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হবে। কর্মসূচিসমূহ পালনের জন্য আহ্বান জানিয়েছেন সংগঠনের ভারপ্রাপ্ত সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।

 


আরো সংবাদ



premium cement
তেল আবিবে ইরাকি গ্রুপের হামলা ফিলিস্তিন সঙ্কট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মুসলিম উম্মাহ : পররাষ্ট্রমন্ত্রী নোয়াখালীতে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ কোভিড ভ্যাকসিনে মস্তিষ্কে ক্ষতি, মামলা জয়ে এগিয়ে ভুক্তভোগী যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করলে হামাসকে বহিষ্কার : যুক্তরাষ্ট্রের হুমকি বুমেরাং হতে পারে গাজায় ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে রাজধানীতে শিবিরের বিক্ষোভ রাফাহ আক্রমণের ক্ষয়ক্ষতি হবে ‘গ্রহণযোগ্যতার বাইরে’ : এন্টনি ব্লিঙ্কেন ইন্দোনেশিয়ায় ভূমিধস ও বন্যায় ১৫ জনের প্রাণহানি ব্রাজিলে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৩৯, নিখোঁজ অর্ধশতাধিক পুরোপুরি দুর্ভিক্ষের কবলে উত্তর গাজা : জাতিসঙ্ঘ দেশের বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে

সকল