১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


বিমানের ফ্লাইট অপারেশন পরিচালকের দায়িত্বে ক্যাপ্টেন ইসমাইল

-

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক ফ্লাইট অপারেশন্স পদে নিয়োগ পেয়েছেন অভিজ্ঞ পাইলট এ বি এম ইসমাইল। গতকাল রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক প্রশাসন জিয়াউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
আদেশের অনুলিপি সহব্যবস্থাপক প্রশাসন (ফ্লাইট অপারেশন্স), চেয়ারম্যান বিমান পরিচালনা পর্ষদ, বিমান ও পর্যটন সচিবসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
আদেশে উল্লেখ করা হয়েছে, ককপিট ক্রু এ বি এম ইসমাইলকে (পি-৩৩৬৭৪ ক্যাপ্টেন বি ৭৭৭, লাইন পাইলট) পরিচালক ফ্লাইট অপারেশন্স পদে নিয়োগ দেয়া হয়েছে। অপর দিকে পরিচালক ফ্লাইট অপারেশন্স পদে থাকা ফারহাত হাসান জামিল (পি-৩৩৭১৪ ক্যাপ্টেন-বি-৭৭৭) কে লাইন পাইলট হিসাবে বদলি করা হলো।
উল্লেখ্য, গত সপ্তাহে নয়া দিগন্তে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ হয়েছিল। এ প্রসঙ্গে ক্যাপ্টেন এ বি এম ইসমাইল নয়া দিগন্তকে বলেছিলেন, তাকে পরিচালক ফ্লাইট অপারেশন্স পদের দায়িত্ব দেযা হচ্ছে এমন কথা তিনিও শুনেছেন। তবে এখনো চিঠি হাতে পাননি।
জানা গেছে, পরিচালক ফ্লাইট অপারেশন্স পদে নিয়োগ দেয়ার আগে বিমান কর্তৃপক্ষ তার প্রয়োজনীয় কাগজপত্র সিভিল এভিয়েশন অথরিটিতে প্রেরণ করেন। সেখান থেকে ক্লিয়ারেন্স আসার পরই প্রশাসনিক দফতর থেকে গতকাল আদেশ জারি হয়।
ক্যাপ্টেন এ বি এম ইসমাইল নয়া দিগন্তকে বলেন, ফ্লাইট অপারেশন্স এ কার্যক্রমে গতি আনতে যেসব গ্যাপগুলো রয়ে গেছে সেগুলো তিনি পর্যায়ক্রমে পূরণ করার চেষ্টা করবেন। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, বিমানের ভেতরে শুদ্ধি অভিযানের অংশ হিসাবেই পরিচালক ফ্লাইট অপারেশন্স পদে রদবদল আনা হয়েছে। শুদ্ধি অভিযানের অংশ হিসেবে এরপরই শুরু হতে যাচ্ছে পরিচালক কাস্টমার সার্ভিসসহ অন্যান্য বিভাগেও।


আরো সংবাদ



premium cement
ম্যানসিটির টানা চতুর্থ শিরোপা কেএনএফের তৎপরতার প্রতিবাদে বান্দবানে মানববন্ধন তাপপ্রবাহের মধ্যে মাধ্যমিক বিদ্যালয়ের জন্য নতুন নির্দেশনা ‘ভুয়া তথ্য’ ছড়িয়ে কিরগিজস্তানে বিদেশী শিক্ষার্থীদের ওপর হামলা রংপুরে হুমকি দাতা ইউপি মেম্বারকে তলব করল রিটার্নিং কর্মকর্তা রাইসির মৃত্যু হলে কে হবেন ইরানের পরবর্তী প্রেসিডেন্ট মিরসরাইয়ে ফের মিললো অবিস্ফোরিত গ্রেনেড, পরে ধ্বংস প্রচারণার গাড়ি ভাঙচুর মারধর, মানববন্ধন সামরিক মহড়ায় অংশ নিতে কম্বোডিয়ায় দু’টি চীনা যুদ্ধজাহাজ, উদ্বিগ্ন ওয়াশিংটন হাতিয়ায় হরিণের গোশত জব্দ করেছে কোস্ট গার্ড আশুগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশা চালকের মৃত্যু

সকল