১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

-

এমবিবিএস ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে গতকাল মঙ্গলবার। এ পরীক্ষায় ৪৯ হাজার ৪১৩ জন পাস করেছে। এদের মধ্যে ছেলেদের সংখ্যা ছিল ২২ হাজার ৮৮২ জন এবং মেয়েদের সংখ্যা ২৬ হাজার ৫৩১ জন। মোট পরীক্ষার্থী ছিল ৭২ হাজার ৯২৮ জন। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে মহাপরিচালক অধ্যাপক ডা: আবুল কালাম আজাদ এ ফল ঘোষণা করেন। গতকাল রাত ৮টার পর থেকে ভর্তি পরীক্ষার ফল স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে দেয়া হয়েছে।
সরকারি ৩৬ মেডিক্যাল কলেজে মোট চার হাজার এবং বেসরকারি মেডিক্যাল কলেজে মোট ছয় হাজার ৩৩৬টিসহ ১০ হাজার ৪০৪টি আসন রয়েছে। এর বিপরীতে মোট ৭২ হাজার ৯২৮ জন পরীক্ষার্থী ছিল। গত বছরের চেয়ে এবার সাত হাজার ৯ জন বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে।
এ বছরের ভর্তি পরীক্ষায় ৯০.৫ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছে রংপুর ক্যাডেট কলেজের রাগীব নুর। মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকারীর নম্বর ৮৯.৬৭। সরকারি মেডিক্যাল কলেজে ভর্তি শুরু হবে ২২ অক্টোবর থেকে এবং শেষ হবে ৩১ অক্টোবর। মেধা তালিকার সর্বোচ্চ নম্বরধারীরা প্রথমে সরকারি মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পাবে। এরপর বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হবে।
এবার এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র দুটো ইন্টিলিজেন্স ক্যারেক্টার রিকগনিশন (আইসিআর) নামীয় মেশিনে দেখা হয়। এর আগে এ পরীক্ষার উত্তরপত্র দেখা হতো অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) পদ্ধতিতে। উল্লেখ্য, গত ১১ অক্টোবর ১৯ কেন্দ্রের ৩২ ভ্যানুতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।


আরো সংবাদ



premium cement
ইতিবাচক অবস্থায় নেই অর্থনীতির সূচক কুমিল্লায় ব্যবসায়ী হত্যায় মৃত্যুদণ্ড ৭, কারাদণ্ড ৭ সাময়িক বিনোদন চূড়ান্ত সফলতার পথে অন্তরায় : শিবির সভাপতি ঝিনাইদহের এমপি আজিমের ভারতে নিখোঁজের ব্যাপারে যা জানা গেছে রাজশাহীতে মোটরসাইকেলের কাগজ দেখতে চাওয়ায় ২ পুলিশকে মারধর জিম সেশনে ঘাম ঝরালো বাংলাদেশ দল আশুলিয়ায় নিবন্ধন না থাকায় ২টি হাসপাতাল সিলগালা সরকারের ইচ্ছের অভাবে উচ্চ শিক্ষার মাধ্যম হিসেবে স্বদেশী ভাষা চালু হয়নি এমপির প্রভাব ও নিরাপত্তার স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী উপজেলা চেয়ারম্যানদের আয় বেড়েছে প্রায় ৫৫০ শতাংশ : টিআইবি জৈন্তাপুরে প্রার্থীদের প্রচারণা তুঙ্গে থাকলেও ভোটে আগ্রহ নেই ভোটারদের

সকল