০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


ড্যাবের কার্যনির্বাহী কমিটির সভা খালেদা জিয়ার মুক্তি আন্দোলন বেগবান করা হবে

-

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে বেগবান এবং চিকিৎসকদের ন্যায়সঙ্গত স্বার্থ সংরক্ষণের অঙ্গীকার করেছেন বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতৃবৃন্দ। মঙ্গলবার সকালে ড্যাবের নবনির্বাচিত কমিটির প্রথম কার্যনির্বাহী সভায় সংগঠনটির সদস্যরা এ অঙ্গীকার ব্যক্ত করেন। রাজধানীর মগবাজারস্থ ড্যাবের অফিসে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা: হরুন আল রশিদ, সভা পরিচালনা করেন সংগঠনটির মহাসচিব অধ্যাপক ডা: আব্দুস সালাম।
সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেনÑ ডা: মো: আব্দুস সেলিম, ডা: শহিদুল আলম, ডা: মোস্তাক রহিম স্বপন, ডা: শাহাদাত হোসেন, ডা: শহীদ হাসান, ডা: মো: জসিম উদ্দিন, ডা: শাহ মো: শাহজাহান আলী, ডা: এ কে এম ওয়ালি উল্লাহ, ডা: সৈয়দ আকরাম হোসেন, ডা: পরিমল চন্দ্র মল্লিক, ডা: জহিরুল ইসলাম শাকিল, ডা: কাজী সাইফুদ্দিন বেন্নুর, ডা: মেহেদী হাসান, ডা: কাজী মাযহারুল ইসলাম দোলন, ডা: আবুল কেনান, ডা: এ টি এম ফরিদ উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা ড্যাবকে পেশাজীবী সংগঠন হিসেবে শক্তিশালী করে চিকিৎসদের ন্যায়সঙ্গত স্বার্থ সংরক্ষণপূর্বক দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্তি তথা গণতন্ত্র মুক্তির আন্দোলনকে বেগবান করার জন্য সবার আহ্বান জানান। বক্তরা ডেঙ্গু প্রতিরোধে কেন্দ্রীয় ড্যাব কর্তৃক এ পর্যন্ত নেয়া কর্মসূচিগুলোর সাফল্য তুলে ধরেন। বিএনপির চট্টগ্রাম মহানগর শাখার সংগ্রামী সভাপতি ও ড্যাবের সহসভাপতি ডা: শাহাদাত হোসেন তার বক্তব্যে ড্যাবের বর্তমান কমিটির তরুণ চিকিৎসকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং বেগম খালেদা জিয়ার মুক্তি তথা গণতন্ত্র মুক্তির আন্দোলনে তাদের তেজোদীপ্ত ভূমিকা কাজে লাগানোর পরামর্শ দেন।
সংগঠনের সভাপতি ও মহাসচিব তাদের বক্তব্যে জাতীয়তাবাদী আদর্শের সকল চিকিৎসককে ঐক্যবদ্ধ থেকে তারেক রহমানের নেতৃত্বে খালেদা জিয়ার মুক্তি ও বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় ডা: কামরুল হাসান সরদার, ডা: মো: ওবায়দুল কবির খান, ডা: এ কে এম মহিউদ্দিন ভূঁইয়া মাসুম, ডা: আমিরুজ্জামান খান লাভলু. ডা: সৈয়দা তাসনীন ওয়ারিস সিমকী, ডা: মাসুম আত্তার চন্দন, ডা: সফিউল্লাহ ঝিন্টু, ডা: জিননুরাইন নিউটন, ডা: গোলাম সরোয়ার বিদ্যুৎ, ডা: আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ, ডা: এহতেশামুল হক তুহিন, ডা: বি এম এম ফারুক ওসমানী, ডা: পারভেজ রেজা কাকন, ডা: শাহ মুহাম্মদ আমান উল্লাহ, ডা: আ ন ম মনোয়ারুল কাদির বিটু, ডা: রিদওয়ানুল ইসলাম, ডা: হাসানুল আলম শামীম, ডা: শামসুল আলম, ডা: জিয়াউর রহমান জিয়া, ডা: সাইফুদ্দিন নিসার আহমেদ তুষান।


আরো সংবাদ



premium cement
শুরুতেই উইকেটের দেখা পেল বাংলাদেশ নারী কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ : যা বললেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল মিয়ানমারের পুরুষদের বিদেশে কাজের আবেদন নিষিদ্ধ করল জান্তা সরকার তানজিদ-সাইফুদ্দীনকে নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে ৭ জন আটক ইসরাইলবিরোধী পোস্টের দায়ে নাগরিকদের আটক করছে সৌদি পোরশায় পুলিশ সুপারের বাড়িতে চুরি প্রকৃতিকে প্রতিনিয়ত ধ্বংস করছে সরকারি দলের লুটেরা-ভূমিদস্যুরা : রিজভী টিএইচই এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশে ২য় বাকৃবি সৌদি-ইসরাইল সম্পর্ক স্বাভাবিকীকরণের দ্বারপ্রান্তে : যুক্তরাষ্ট্র হাটহাজারী উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল বাশার

সকল