২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

বাবার কবরের পাশে শায়িত হলেন নায়ক ফারুক

- ছবি : ইন্টারনেট

বাবা আজগর হোসেন পাঠানের কবরের পাশে শায়িত হলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মিয়া ভাই খ্যাত বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন খান দুলু ওরফে চিত্রনায়ক ফারুক (৭৫)।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোম টিওরী পাকা জামে মসজিদ মাঠে জানাজা শেষে মরহুমকে ওই মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী, বীর মুক্তিযোদ্ধারা, বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনের ব্যক্তিবর্গ, সাংবাদিক, পরিবারের সদস্য ও গুণগ্রহীরা উপস্থিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিত অবস্থায় তিনি অসিয়ত করে যান মৃত্যু হলে তাকে যেন বাবার কবরের পাশে দাফন করা হয়। সেই অসিয়ত অনুযায়ী তাকে তার বাবার পাশেই কবর দেয়া হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার লাশ পৈতৃক ভিটায় আনা হয়। সেখানে এলাকার সব শ্রেণি-পেশার মানুষ প্রিয় নায়কের প্রতি শ্রদ্ধা জানান। পরে তাকে গার্ড অব অনার দেয়া হয়। পরে রাত ৯টায় সোম টিওরী পাকা জামে মসজিদ ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত সোমবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে তিনি সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান।


আরো সংবাদ



premium cement