২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

জয়ের ব্যাপারে যা বললেন কাঞ্চন-মিশা

জয়ের ব্যাপারে যা বললেন কাঞ্চন-মিশা - ছবি : সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে শুরু হয়েছে শিল্পী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ। এ নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন সভাপতি পদের দুই প্রতিদ্বন্দ্বী ইলিয়াস কাঞ্চন ও মিশা সওদাগর। কাঞ্চন-নিপুণ প্যানেলের প্রার্থী ইলিয়াস কাঞ্চন সাংবাদিকদের বলেন, ‘ভোটাররা যদি ঠিক জাজমেন্ট দেয়, তাহলে আমরা জিততে পারব।’

তিনি বলেন, `শিল্পী সমিতি শিল্পীদের স্বার্থ রক্ষা করবে। তার জন্য যে কারো ভালো কাজ-ভাবনা নিয়ে আমরা কাজ করব। ভোটাররা তাদের জাজমেন্ট ঠিকমতো দেবে, এটা আশা করছি। পরিবেশটাও ভালো।’

কাঞ্চন আরো বলেন, ‘কিছু সিস্টেম আমি যখন শিল্পী সমিতির গত নির্বাচনে নির্বাচন কমিশনার ছিলাম তখন করে দিয়েছিলাম। যেমন: সিসিটিভি ক্যামেরা কিংবা বাইরে ভোটের দৃশ্য দেখানো বড় স্ক্রিনে। পদ্ধতিগুলো এবারো ব্যবহার করা হচ্ছে।’

অন্যদিকে মিশা-জায়েদ প্যানেলের প্রার্থী মিশা সওদাগর বলেন, ‘আমি আশা করছি খুবই সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে। পরিবেশটাও আজকে অনেক সুন্দর। সবাই মিলে মিলনমেলার মতো একটি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমার প্রত্যাশা। তা ছাড়া আমরা জয়ের জন্য আশাবাদী। আমরা কাজ করেছি। তাই আশা করছি জিততে পারব।’

তিনি আরো বলেন, ‘যে প্যানেলই আসুক, সভাপতি যেই হোক, তাদের সঙ্গে কাজ করব এবং তাদেরকে মালা পরিয়ে দেব। এটি আসলে মালাবদলের নির্বাচন। আমরা সব সময় শিল্পীদের পাশে থেকেছি; নির্বাচিত না হলেও পাশে থাকব।’

এর আগে ‍শুক্রবার সকাল ৯টা থেকে ভোট শুরু হয়। ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এবারের নির্বাচনে ভোটার ৪২৮ জন। নির্বাচন কমিশনের প্রধান পীরজাদা শহীদুল হারুন। সদস্য হিসেবে রয়েছেন জাহিদ হোসেন ও বিএইচ নিশান। আপিল বোর্ডের প্রধান হিসেবে আছেন সোহানুর রহমান সোহান, মোহাম্মদ হাসান ও মোহাম্মদ হোসেন জেমী।

নির্বাচনে ৭টি বুথে ভোট গ্রহণ চলছে। সকাল ১০টা ৪ মিনিট পর্যন্ত ভোট পড়েছে ৩৭টি।

গত ৩০ অক্টোবর চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানের মেয়াদ শেষ হয়। পরে সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।


আরো সংবাদ



premium cement
শ্রীলঙ্কাভিত্তিক এয়ারলাইন্স ফিটসএয়ারের ঢাকা-কলম্বো সরাসরি ফ্লাইট চালু রোহিঙ্গা ইস্যুতে একসাথে কাজ করবে ঢাকা-ব্যাংকক : পররাষ্ট্রমন্ত্রী ইসরাইলি হামলায় আহত শিশুর মুখে ২০০ সেলাই বিষখালীতে মৎস্য বিভাগের অভিযান : জেলে নিখোঁজ, আহত ২ দক্ষিণ এশিয়ার যে শহরগুলোর তাপমাত্রা এখন সর্বোচ্চ গাজীপুরে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে অটোরিকশার ধাক্কায় হতাহত ৫ চৌগাছায় সিদ কেটে স্বর্ণের দোকানে চুরি দুর্নীতির মামলায় কৃষিমন্ত্রীকে আটক করল ইউক্রেন মোরেলগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যা দেবীগঞ্জে হিট স্ট্রোকে প্রাইভেটকার চালকের মৃত্যু চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস

সকল