২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ওরা সাতজন' চলচ্চিত্রে তাসনিম তাসফি

তাসনিম তাসফি - ছবি : সংগৃহীত

দক্ষ নির্মাতা খিজির হায়াত খানের পরিচালনায় মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিতব্য ‘ওরা সাতজন’ নিয়ে এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আগ্রহ এবং আলোচনা লক্ষ্য করা যাচ্ছে। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে মহান মুক্তিযুদ্ধের সময়কার গল্প সেলুলয়েডে উঠে আসতে যাচ্ছে এই সিনেমার মাধ্যমে, সাথে একঝাঁক দক্ষ এবং আলোচিত শিল্পী তালিকাও সাধারণ দর্শকদের মাঝে আগ্রহ জাগিয়েছে। এই তালিকায় অন্যতম একটি নাম তাসনিম তাসফি।

২০১৫ সালে মডেল হিসেবে মিডিয়াতে কাজ শুরু করা মেয়েটি নিজের দক্ষতা এবং পরিশ্রমের জোরেই এখন বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম মানে চলচ্চিত্রে কাজ করছেন। মডেলিং এবং টেলিভিশন নাটকে কাজ করার মাঝেই হঠাৎ করে ২০১৮ এবং ২০১৯ সালে মিডিয়া থেকে কিছুদিনের বিরতি নেন তাসফি নিজের পড়ালেখার কারনে।

২০২০ সালে আবারো কাজে ফিরেই আবু রায়হান জুয়েলের ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ নামক সিনেমায় কাজ করেন তিনি। এর মাঝেই করোনা পরিস্থিতিতে কিছুদিন অন্য সবার মতো কাজ থেকে বিরতি নেন। তবে এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবার পরে চুক্তিবদ্ধ হলেন খিজির হায়াত খানের এই বিশাল ক্যানভাসের দেশপ্রেমের সিনেমাটিতে।

‘ওরা সাতজন’ সিনেমায় স্নিগ্ধা নামের একটি তরুনী মেয়ের চরিত্রে দেখা যাবে তাকে। গল্প এবং চরিত্র অনুযায়ী সেই সময়ের একজন তরুনীর সাজ-পোষাক, কথা বলার ধরন সব মিলিয়ে চরিত্রটি বিশ্বাসযোগ্য করার জন্য নিজের সেরাটাই দেবার অপেক্ষায় তাসফি। এই সিনেমায় চুক্তিবদ্ধ হওয়া নিয়ে ব্যাপক উচ্ছ্বসিত তিনি। ভালো নির্মাতা, সুন্দর গল্প, বিশাল ক্যানভাসে বিগ বাজেটের এই সিনেমায় তার অভিনয় দর্শকদের কাছে ভালো লাগবে বলেই বিশ্বাস করেন তিনি।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তাসফি বলেন, 'আসলে এই সময়ে অভিনয় নিয়েই ভাবছি। ভিন্নধর্মী গল্প, ব্যতিক্রমী চরিত্রে নিয়মিতভাবে কাজ করতে চাই আমি। আশাকরি নির্মাতারা সেই সুযোগ আমাকে করে দিবেন। তবে ভবিষ্যৎ নিয়ে তো আগে বলা যায়না কিছুই দেখা যাক সামনের সময়ে নিজের স্বপ্ন পূরনের পথে কতোটা এগিয়ে যেতে পারি! তবে আমার জায়গা থেকে আমি আমার পুরোটা দিয়েই চেস্টা করে যাবো।'


আরো সংবাদ



premium cement
দুই বিভাগে বৃষ্টি হতে পারে ফ্রান্স, ব্রাজিল ও প্যারাগুয়ে সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক বললেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত এখনো শেষ হয়নি বিতর্কিত আউটের রেশ, ব্যতিক্রমী প্রতিবাদ মুশফিকের ‘ফ্রি ভিসার গল্প’ আর শূন্য হাতে ফেরা লাখো শ্রমিক নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায় দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের আশুলিয়ায় বাঁশবাগান থেকে নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার মিয়ানমারের কর্মকর্তারা ফেরত গেলেন, কিন্তু রোহিঙ্গা সঙ্কট কি আরো জটিল হচ্ছে দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষ, চালক-হেলপার নিহত

সকল