২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

চাঁদপুরে পিকআপের ধাক্কায় সিএনজির ২ যাত্রী নিহত

- ছবি - নয়া দিগন্ত

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কালিয়াপাড়া এলাকায় মুরগি বহনকারী পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে অটোরিকশাচালকসহ আরো তিনজন।

বুধবার রাত ৮টার দিকে কালিয়াপাড়া-কচুয়া সড়কের বশিরউল্লাহ হাসপাতালের (প্রাইভেট) সামনে দুর্ঘটনাটি ঘটে বলে পুলিশ জানিয়েছে।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলমগীর হোসেন বলেন, নিহত আবুল কাশেম (৪৫) একজন কাঁচামাল ব্যবসায়ী ও আব্দুর রব (৫৫) কৃষক। উভয়ই শাহরাস্তি উপজেলার হোসেনপুর গ্রামের স্বর্ণকারপাড়ার বাসিন্দা।

গুরুতর আহতরা হলেন আব্দুর রশিদ ও আশেক আলী। উভয়ই কচুয়া উপজেলার আশ্রাফপুর ও মাসনীগাছার বাসিন্দা। চালকের পরিচয় জানা যায়নি।

স্থানীয় ব্যবসায়ী মো: শিশির জানান, ইফতারের পর বৃষ্টি নামে। ওই মুহূর্তে কচুয়াগামী মুরগি বহনকারী পিকআপ উল্টো দিক থেকে অর্থাৎ কালিয়াপাড়ার দিকে আসা এ অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশার এক যাত্রী আবুল কাশেম ঘটনাস্থলেই মারা যান এবং আরেকজন আব্দুর রবকে হাসপাতালে নেয়ার সময় পথে মারা যান। অটোরিকশাটির ব্যাপক ক্ষতি হয়েছে। পিকআপের চালক পালিয়ে যান।

শাহরাস্তি ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার (ভারপ্রাপ্ত) মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে হাতহতের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

ওসি আলমগীর হোসেন বলেন, নিহতদের সুরতহাল তৈরি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪৩ ডিগ্রির কাছে আচরণবিধি লঙ্ঘন ও উসকানিমূলক বক্তব্য প্রদানে অধ্যক্ষ এবং চেয়ারম্যান গ্রেফতার আবারো পিএমএল-এনের সভাপতি হচ্ছেন নওয়াজ শরিফ বিষখালী নদী থেকে ২২ ঘণ্টা পর নিখোঁজ জেলের লাশ উদ্ধার ৩ জেলায় বয়ে যাচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ ছত্তিশগড়ে ২৯ জন মাওবাদী নিহত হওয়ার পর এলাকায় যে ভয়ের পরিবেশ নেতানিয়াহুকে গাজার কসাই বললেন এরদোগান রাশিয়া ইউক্রেনের ৬৮টি ড্রোন ভূপাতিত করেছে গুচ্ছ পরীক্ষা দিতে এসে জবি কেন্দ্রে অসুস্থ এক শিক্ষার্থী থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান কক্সবাজার সৈকতে নেমে হৃদরোগে পর্যটকের মৃত্যু

সকল