২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

বান্দরবানে গাছ পাচার অভিযানে হাতি ও এক পাচারকারী আটক

বান্দরবানে গাছ পাচার অভিযানে হাতি ও এক পাচারকারী আটক - ছবি : নয়া দিগন্ত

বান্দরবানের লামা উপজেলার দুর্গম লেমু পালং এলাকায় বনাঞ্চল থেকে অবৈধভাবে গাছ কেটে পাচারে নিয়োজিত একটি হাতিসহ পাচারকারীকে আটক করেছে প্রশাসন।

শনিবার (২৩ মার্চ) বিকেলে এ ঘটনায় আব্দুর রহমান সিফাত নামের একজনকে আটক করা হয়।

জানা যায়, জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিনের নির্দেশে লামা উপজেলা প্রশাসন এবং লামা বনবিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে ওই হাতিটিকে আটক করে প্রথমে লামা সদরে নিয়ে আসে। পরে এটি কক্সবাজারের চকরিয়ার দুলহাজারা সাফারি পার্কে নিয়ে যাওয়া হয়।

জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন জানিয়েছেন বেশ কিছুদিন থেকে লামা উপজেল লেমু পালং এলাকার বনাঞ্চলের বিভিন্ন জায়গা থেকে হাতি দিয়ে একটি কাঠ পাচারকারীচক্র অবাধে কাঠ পাচার করে আসছিল। পরে খবর পাওয়ার পর সেখানে স্থানীয় প্রশাসন ও বন বিভাগ অভিযান চালায়। পাচার কাজে নিয়োজিত হাতি এবং একইসাথে পাচার কাজে জড়িত একজনকে আটক করা হয়।

এ বিষয়ে বন বিভাগ থেকে একটি মামলা করা হয়েছে বলে জেলা প্রশাসন জানিয়েছেন।

স্থানীয়রা জানিয়েছেন বান্দরবানের দুর্গম লেমু পালং এলাকায় লোহাগাড়ার খোরশেদ ও তার ভাই মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন থেকে হাতি দিয়ে অবাধে গাছ পাচার করে আসছিল।


আরো সংবাদ



premium cement