২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

২৭ ঘণ্টা পর আখাউড়া ইমিগ্রেশনের সার্ভার সচল

২৭ ঘণ্টা পর আখাউড়া ইমিগ্রেশনের সার্ভার সচল। - ছবি : নয়া দিগন্ত

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের সার্ভার ২৭ ঘণ্টা পর সচল হয়েছে।

শুক্রবার (৯ জুন) সকাল ১১টার দিকে সার্ভার সচল হয়। এর আগে বৃহস্পতিবার সকালে সার্ভারে ত্রুটি দেখা দিলে সাময়িক সময়ের জন্য যাত্রী পারাপার বন্ধ হয়ে যায়। ওই দিন বেলা ১টার দিকে ম্যানুয়াল পদ্ধতিতে হাতে লিখে ইমিগ্রেশন কার্যক্রম শুরু করে সংশ্লিষ্টরা।

জানা গেছে, আখাউড়া ইমিগ্রেশন অফিসে তিনটি কম্পিউটার ডেস্ক রয়েছে। এর মধ্যে দুটি ডেস্কে বহিঃগমন ও একটিতে আগমনী যাত্রীদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করা হয়। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সার্ভারে জটিলতা দেখা দিলে ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ হয়ে যায়। এ সময় ভারত-বাংলাদেশগামী শত শত যাত্রী আটকা পরে। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে রাতেই ইঞ্জিনিয়ার এসে সার্ভার মেরামতের কাজ শুরু করে।

আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ হাসান আহমেদ ভূঁইয়া বলেন, ‘আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সার্ভারে জটিলতার বিষয়টি জানালে রাতেই ঢাকা থেকে ইঞ্জিনিয়ার এসে কাজ শুরু করে। শুক্রবার সকাল ১১টার দিকে সার্ভার সচল হয়।’


আরো সংবাদ



premium cement