২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


পেকুয়ায় ঘুষিতে রক্তাক্ত ইউপি চেয়ারম্যান

অভিযুক্ত উপ-সহকারী প্রকৌশলীর নাম আবদুল আলিম (বামে) ও ভুক্তভোগী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল (ডানে) - ছবি : সংগৃহীত

কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুলকে ঘুষি দিয়ে রক্তাক্ত করেছেন এলজিইডির এক উপ-সহকারী প্রকৌশলী।

রোববার বিকেলে পেকুয়ায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত উপ-সহকারী প্রকৌশলীর নাম আবদুল আলিম।

পেকুয়ায় এই ঘটনার জেরে তুমুল উত্তেজনা বিরাজ করছে।

ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল সাংবাদিকদের বলেন, ‘পেকুয়ায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশ গ্রহন করতে আমি বাড়ি থেকে বের হই। দশের ঘোনা সড়কের সংস্কারকাজ চলছিল। ওই পথ দিয়ে যাওয়ার সময় বারবাকিয়া-রাজাখালী সংযোগ ব্রিজে নেমে কাজের কাজের তদারকি করি ‘

তিনি বলেন, ‘এসময় উপসহকারী প্রকৌশলী আবদুল আলিমের সাথে কথা হয়। ঝুঁকিপুর্ণ ব্রিজের বিষয় নিয়ে আগামী সমন্বয় সভায় তাকে আলাপ করতে একটু অনুরোধও করি। এ সময় তিনি আমার সাথে অর্থহীন বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তিনি আমার নাকে ঘুষি মারেন। এতে আমার নাক ফেটে যায়।’

প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, ব্রিজের ওপর ফাঁটা অংশে ঢালাইকাজ চলছিল। চেয়ারম্যান গাড়ি থেকে নেমে কাজের অগ্রগতি দেখতে যান। এ সময় ইঞ্জিনিয়ার তার সাথে ঝগড়ায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে গায়ে হাত তুলেন।

এ বিষয়ে উপসহকারী আব্দুল আলিমের বক্তব্য নেওয়ার জন্য বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হয়। মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া যায়নি।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পুর্বিতা চাকমা বলেন, চট্টগ্রাম থেকে নির্বাহী প্রকৌশলী এসেছে। থানায় উভয় পক্ষকে নিয়ে বৈঠকে বসেছি।


আরো সংবাদ



premium cement