২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

চকরিয়ায় সালিশে এসে প্রতিপক্ষের দায়ের কোপে যুবক খুন

- ছবি : নয়া দিগন্ত

কক্সবাজারের চকরিয়ায় উপজেলা উপকূলীয় ইউনিয়নে বদরখালীতে জমি সংক্রান্ত সালিশে অংশ নিতে এসে খুন হয়েছেন মো: জয়নাল আবেদীন বদন (৪০) নামে এক যুবক।

তিনি ওই ইউনিয়নের ঠুটিয়াখালী পাড়া গ্রামের মৃত আবদুস সোবাহানের ছেলে।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে বদরখালী সমবায় সমিতির কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। এতে আরো চারজন আহত হয়েছেন। তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন, নিহতের ভাই এহেছান (২৯), উচমান ২২) এবং নিহতের ভাতিজা সাগর (২৪)।

প্রত্যক্ষদর্শীরা জানান, জমি সংক্রান্ত বিরোধ নিরসনের জন্য বদরখালী সময়বায় সমিতি কার্যালয়ে এসেছিলেন খুনের শিকার মো: জয়নাল আবেদীন বদন ও তার ভাইয়েরা। তাদের প্রতিপক্ষের লোকজনও সেখানে উপস্থিত হন। এক পর্যায়ে প্রতিপক্ষ আবদুল জলিলের ছেলে মো: ছোটন, মো: সাগর ও মো: রাজিব লম্বা দা ও ছুরি নিয়ে হামলা করেন। তাদের এলোপাতাড়ি দায়ের কোপ ও ছুরিকাঘাতে গুরুতর আহত হন মো: বদন ও তার ভাইয়েরা। এতে ঘটনাস্থলের তার মৃত্যু হয়। এ সময় অন্য চার জন গুরুতর আহত হন।

বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সাধারণ সম্পাদক নুরুল আমিন জনি জানান, আবদুল জলিল সমিতি বরাবর জমিজমা নিয়ে অভিযোগ দায়ের করেন। ওই আবেদনে নিহতের ভাই আবদুল কাদের একমাত্র বিবাদী। বিচার শুরু হওয়ার আগেই রাস্তায় দু'পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, সমিতির বাইরে পরিকল্পিতভাবে উৎপেতে থাকা আবদুল জলিলের ছেলে সন্ত্রাসী ছোটনের নেতৃত্বে পাঁচ থেকে ছয় জন লোক দা, ছোরা ইত্যাদি নিয়ে নিহতের ওপর হামলা করে। এতে ঘটনাস্থলে নিহত হয় জয়নাল আবেদীন বদন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি জানান, ঘটনার খবর পেয়ে
পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে গেছেন তিনি। নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement
ঈশ্বরদীতে মৌসুমের সর্বোচ্চ ৪২.৪ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড ‘মুক্ত সাংবাদিকতা চরম সঙ্কটে’ ‘রাফা হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরাইলি সেনারা’ ৪৬তম বিএসএস প্রিলি পরীক্ষা : শুরুতেই স্বপ্নভঙ্গ ৮১ শিক্ষার্থীর মরুর উষ্ণতায় ক্ষতির মুখে কৃষি ছেলেদের কারণে বিপাকে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির দুই বিভাগে বৃষ্টি হতে পারে ফ্রান্স, ব্রাজিল ও প্যারাগুয়ে সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক বললেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত এখনো শেষ হয়নি বিতর্কিত আউটের রেশ, ব্যতিক্রমী প্রতিবাদ মুশফিকের

সকল