২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
নির্বাচনী বিরোধ

মসজিদ থেকে ফেরার পথে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

- ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নির্বাচনী বিরোধের জেরে মসজিদ থেকে এশার নামাজ পড়ে ফেরার পথে অলেক মিয়া (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

উপজেলার উজানচর ইউনিয়নের রাধানগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত অলেক মিয়া রাধানগর গ্রামের মৃত খুরশিদ মিয়ার ছেলে।

সোমবার বিকেলে জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে তার লাশ দাফন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নির্বাচনী বিরোধের জেরে রাধানগর গ্রামের বর্তমান মেম্বার মাসুদ মিয়া এবং সদ্য নবনির্বাচিত মেম্বার মহসিন মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে বর্তমান মেম্বার মাসুদের পক্ষের অলেক মিয়া এশার নামাজের পর বাড়ি ফেরার সময় নবনির্বাচিত মেম্বার মহসিনের লোকজন তার ওপর হামলা করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে রাত এগারটার দিকে তিনি মারা যান।

খবর পেয়ে বাঞ্ছারামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাঞ্ছারামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত বাঞ্ছারামপুর থানায় হত্যা মামলা রজু করার প্রস্তুতি চলছে।


আরো সংবাদ



premium cement