২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

রাঙ্গামাটিতে সন্ত্রাসী আস্তানায় অভিযান, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

- ছবি : নয়া দিগন্ত

রাঙ্গামাটির নানিয়ারচর জোনের আওতাধীন বন্দুকভাঙ্গা ইউনিয়নের অন্তর্গত বামে ত্রিপুরাপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র, গোলাবারুদসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে যৌথবাহিনী।

আইনশৃংখলা বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, নানিয়ারচর জোনের আওতাধীন বন্দুকভাঙ্গা ইউনিয়নের বামে ত্রিপুরাপাড়া নামক এলাকায় ইউপিডিএফ (মূল) দলের ১৬-১৭ জন সশস্ত্র সন্ত্রাসীর একটি দল চাঁদা সংগ্রহ ও সন্ত্রাসী কার্যকলাপের জন্য ক্যাম্প স্থাপন করে অবস্থান করছে - এমন গোয়েন্দা তথ্য পেয়ে ২৬ নভেম্বর আনুমানিক ভার ৪টায় এ অভিযান পরিচালনা করা হয়।

নানিয়ারচর জোন ও স্থানীয় পুলিশের সহায়তায় যৌথবাহিনীর এ বিশেষ অভিযানে ইউপিডিএফের (মূল) আস্তানা হতে একটি ৭.৬২ মিমি একে-৪৭ (চায়না), রাইফেল ম্যাগাজিনসহ (১৮ রাউন্ড এমুনিশন), একটি ৭.৬৫ মিমি অটোমেটিক পিস্তল (চায়না) ম্যাগাজিনসহ (০২ রাউন্ড এমুনিশন), একটি দেশীয় এলজি (০২ রাউন্ড কার্তুজসহ), একটি ওয়াকিটকি সেট, ৩ সেট ইউপিডিএফের (মূল) ব্যবহৃত ইউনিফর্ম, একটি কালো ব্যাগ, একটি রাইজিং স্টার নামক ম্যাগাজিন, একটি ল্যান্ড ফোন (সিম দ্বারা পরিচালিত), দুইটি মোবাইল ফোন, তিনটি চাঁদা আদায়ের রেজিস্টার, দুইটি চাঁদা আদায়ের ডায়েরি, চারটি জাতীয় পরিচয়পত্র, নগদ ২,৪৯,১১৮.০০ (দুই লাখ ঊনপঞ্চাশ হাজার একশত আঠার) টাকা এবং ৩৮টি দেশী-বিদেশী পুরোনো মুদ্রাসহ অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়।

উদ্ধার অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সামগ্রী পরে নানিয়ারচর থানায় হস্তান্তর করে যৌথবাহিনী।


আরো সংবাদ



premium cement