০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


ঘুষ গ্রহণের অভিযোগে পুলিশের এসআই প্রত্যাহার

ঘুষ গ্রহণের অভিযোগে পুলিশের এসআই প্রত্যাহার - ছবি- সংগৃহীত

নোয়াখালীর সোনাইমুড়ী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো: রেজাউল করিমকে ঘুষ গ্রহণের অভিযোগে থানা থেকে প্রত্যাহার করে নোয়াখালী পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অভিযুক্ত এসআই মো: রেজাউল করিমের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে। এ কারণে তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে এসআই রেজাউল বেমমগঞ্জের চৌমুহনী শহরের একজন পল্লী বিদুৎ ডিলারের একটি মালবাহী ট্রাক আটক করে। গাড়িতে থাকা মালামালগুলো অবৈধ বলে পাঁচ লাখ টাকা ঘুষ দাবি করেন তিনি। একপর্যায়ে ওই ডিলারের কাছ থেকে আগাই লাখ টাকা আদায় করেন এসআই রেজাউল। তারপর ডিলারকে আরো ঘুষের জন্য চাপ সৃষ্টি করে। ডিলার ঘুষের টাকা দেয়ার বিষয়টি সাথে সাথে নোয়াখালী জেলা পুলিশ সুপারকে অবহিত করেন। ডিলার পুলিশ সুপারকে আরো জানান, অভিযুক্ত এসআইয়ের ড্রয়ার তল্লাশি করলে ঘুষের টাকা পাওয়া যাবে। পরে পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (সোনাইমুড়ী সার্কেল) সাইফুল ইসলাম অভিযুক্ত এসআইয়ের ড্রয়ারে টাকা পেয়ে ওই টাকা জব্দ করেন। এ সময় তিনি পুরো ঘটনা ভিডিও করে নেন। টাকার বিষয়ে জানতে চাইলে এ সময় অভিযুক্ত রেজাউল অতিরিক্ত পুলিশ সুপারের কাছে কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেনি। এ ঘটনার পর তাকে প্রত্যাহার করা হলো।


আরো সংবাদ



premium cement