২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

মানহীন পণ্য উৎপাদন, ২ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

মানহীন পণ্য উৎপাদন, ২ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা - ছবি : সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া ও নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে। প্রতিষ্ঠান দু’টি হচ্ছে নিউ ঢাকা বেকারী ও কুল ড্রিংকিং ওয়াটার।

সোমবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত উপজেলার কালা বিবির দীঘি এলাকায় নিউ ঢাকা বেকারীতে অভিযান চালায়। এ সময় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া ও নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় প্রতিষ্ঠানটিকে।

পরে উপজেলার শোলকাটায় কুল ড্রিংকিং ওয়াটার নামে মিনারেল ওয়াটার উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে একইভাবে অপরাধের দায়ে ৫০ হাজার টাকা জরিমান করা হয়।

ওই দুই প্রতিষ্ঠানে এক লাখ টাকা জরিমানার বিষয়টি নয়া দিগন্তেকে নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী।


আরো সংবাদ



premium cement