০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


ফেনী সদর ও পৌর যুবদল কমিটি নিয়ে বিএনপির দফতরে লিখিত অভিযোগ

- নয়া দিগন্ত

ফেনী সদর উপজেলা এবং পৌর যুবদলসহ ১১ ইউনিটের কমিটি গঠন নিয়ে 'অনিয়ম ও আর্থিক লেনদেনের' অভিযোগ এনে এ সম্পর্কিত প্রমাণাদিসহ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত অভিযোগ পাঠিয়েছেন সংগঠনের একাংশের নেতা-কর্মীরা। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযোগ সম্বলিত এই চিঠি দেয়া হয়েছে। জেলা যুবদল সভাপতি জাকির হোসেন জসিম ও সাধারণ সম্পাদক খোন্দকার নাছির উদ্দিনকে এ জন্য অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগ পত্রে বলা হয়েছে, প্রস্তাবিত কমিটিতে সদর উপজেলা কমিটির সভাপতি পদে ধলিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে ধর্মপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম রাহাত, পৌর কমিটির সভাপদি পদে জাহিদ হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক পদে নিজাম উদ্দিন সোহাগের নাম জমা দেওয়া হয়েছে।এছাড়া সদর উপজেলার শীর্ষ পদে শাহাদাত হোসেন, ফখরুল ইসলাম মাসুক, নুর ইসলাম, হায়দার আলী রাসেল পাটোয়ারি ও শরিফুল ইসলাম রাসেলের নাম আলোচনায় রয়েছে। এ খবর প্রকাশের পর স্থানীয় নেতা-কর্মীদের একটি অংশ ক্ষোভের সৃষ্টি হয়। জেলা সভাপতি জসিমের কাছে ধর্ণা দিয়ে তাকে উপঢৌকন দিলেই পদ মিলছে বলে নেতা-কর্মীরা অভিযোগ করেন।

সদর উপজেলা আহ্বায়কের পদ প্রত্যাশী শাহাদাত হোসেন এ বিষয়ে বলেন, সরকার বিরোধী আন্দোলনে সক্রিয় থাকায় তার বিরুদ্ধে ৪০টির অধিক মামলা রয়েছে। তার বাড়িতে হামলা চালিয়েছে সরকার দলের নেতা-কর্মীরা। তারপরও জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক তাকে মূল্যায়ন করছেন না। পৌর যুবদলের আহ্বায়কে যার নাম প্রস্তাব করা হয়েছে তার বাড়ি ছাগলনাইয়া উপজেলার পাঠান নগরে। নেতা-কর্মীদের প্রশ্ন, তাহলে কীভাবে তিনি সদর উপজেলার নেতৃত্ব দিবেন?

ফেনী পৌর যুবদলের সদস্য সচিব প্রার্থী হায়দার আলী রাসেল পাটোয়ারি বলেন, কমিটি গঠনে অর্থের লেনদেন হয়েছে। আমরা দলের হাইকমান্ডকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার অনুরোধ করেছি।


আরো সংবাদ



premium cement
উত্তর গাজায় পূর্ণ দুর্ভিক্ষের বিষয়ে হুঁশিয়ারি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করতে জনগণের প্রতি রিজভীর আহ্বান প্রয়োজনে শুক্রবারও ক্লাস হবে : শিক্ষামন্ত্রী উখিয়ার ক্যাম্পে রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা কায়রোতে প্রতিনিধিদল পাঠানোর দাবি ইসরাইলের বিরোধীদলীয় নেতার পাথরঘাটায় ট্রলারের সাথে ট্রলারের থাক্কা, জেলে নিখোঁজ পশ্চিম তীরে ৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী ব্রাজিলে ভয়াবহ বন্যা, নিরাপদ স্থানে সরানো হয়েছে ৭০ হাজার লোক ডিবি কার্যালয়ে মিল্টন সমাদ্দারের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ চলছে সুন্দরবনে আগুন : নেভানোর চেষ্টা চলছে, তবে সময় লাগবে মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা আ’লীগের নীতিগত সিদ্ধান্ত : কাদের

সকল