২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


বুক সোসাইটির বার্ষিক শিক্ষাসহায়তা প্রদান

-

বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লিমিটেডের (মতিঝিল কার্যালয়) উদ্যোগে গতকাল বার্ষিক শিক্ষাসহায়তা প্রদান অনুষ্ঠিত হয়। বুক সোসাইটির পরিচালক প্রশাসন (ঢাকা) অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক জেলা ও দায়রা জজ এবং সংবিধান ও রাজনৈতিক বিশ্লেষক ইকতেদার আহমেদ। মতিঝিল কার্যালয়ের ব্যবস্থাপক মো: হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সোসাইটির পরিচালক অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, সিনিয়র অ্যাকাউন্ট্যান্ট মহিউদ্দিন মজুমদার, সহকারী মার্কেটিং ম্যানেজার সোহেল রানা প্রমুখ। অনুষ্ঠানে প্রতি বছরের মতো এবারো কর্মকর্তা-কর্মচারী, শেয়ারহোল্ডারদের ছেলেমেয়ে এবং দরিদ্র ও মেধাবী ৫০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষাসহায়তা প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে ইকতেদার আহমেদ বলেন, বুক সোসাইটির মতো একটি প্রকাশনা প্রতিষ্ঠান দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসহায়তা প্রদান করছে এটি প্রশংসার দাবিদার। এই শিক্ষাসহায়তা শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাবে। শিক্ষা ক্ষেত্রে আরো বেশি মনোযোগী করতে উদ্বুদ্ধ করবে। তিনি আরো বলেন, পারিবারিক শিক্ষা, নৈতিক শিক্ষা ও প্রাতিষ্ঠানিক শিক্ষা এই তিনের সমন্বয়ে সন্তানদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। নৈতিক অবক্ষয় থেকে সন্তানদের ফিরিয়ে রাখতে পিতা-মাতাকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement