২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে উপলক্ষে পেপসোডেন্টের মাসব্যাপী কর্মসূচি

-

বিশ্বব্যাপী প্রতি বছর ২০ মার্চ ‘ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে’ পালিত হয়ে থাকে। এবারের ‘ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে’-কে সামনে রেখে পেপসোডেন্ট গত এক মাসব্যাপী নানান কর্মসূচি গ্রহণ করেছে, যার মধ্যে ‘ফ্রি ডেন্টাল ক্যাম্প’ উল্লেখযোগ্য। পেপসোডেন্ট দাঁত ও মাড়ির স্বাস্থ্য নিশ্চিত করতে বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সাথে দেশের আনাচে-কানাচে আয়োজন করেছে ফ্রি ডেন্টাল ক্যাম্প। শুরু থেকে এখন পর্যন্ত ১০ লাখের বেশি মানুষ ‘ফ্রি ডেন্টাল ক্যাম্প’-এর আওতায় সেবা গ্রহণ করেছে। ২০০৬ সাল থেকে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে পেপসোডেন্ট দাঁতের যতœ ও সুরক্ষায় কার্যকরী ভূমিকা পালন করে আসছে। এমনই একটি উদ্যোগ হলো ‘পেপসোডেন্ট লিটল ব্রাশ বিগ ব্রাশ’ স্কুল প্রোগ্রাম। দেশের এক কোটিরও বেশি শিশুকে বিভিন্ন স্কুল প্রোগ্রামের মাধ্যমে সঠিক নিয়মে ব্রাশ করা এবং ওরাল হেলথ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করেছে পেপসোডেন্ট। পেপসোডেন্ট বিশ্বাস করে, একজন প্রকৃত ডেন্টিস্ট-ই পারেন দাঁতের সমস্যায় সঠিক পরামর্শ ও চিকিৎসা প্রদান করতে। বাংলাদেশের সনদপ্রাপ্ত ডেন্টিস্টদের সাথে দাঁতের সুস্থতা নিশ্চিতকরণে এ অভিযাত্রা পেপসোডেন্ট আগামীতেও অব্যাহত রাখবে। ইউনিলিভার বাংলাদেশের মার্কেটিং (বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার) পরিচালক নাফিস আনোয়ার বলেন, আমরা বিশ্বাস করি মানুষের মধ্যে দাঁতের স্বাস্থ্য ও সুরক্ষা সম্পর্কে সচেতনতা তৈরি করা একটি অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ। আর তাই আমরা বাংলাদেশে আনাচে-কানাচে ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি কর্তৃক সনদপ্রাপ্ত ডেন্টিস্টদের নিয়ে সাধারণ মানুষের জন্য করেছি ফ্রি ডেন্টাল ক্যাম্প। বাংলাদেশ ডেন্টাল সোসাইটির জেনারেল সেক্রেটারি ড. হুমায়ূন কবীর বুলবুল বলেন, দাঁত ও মাড়ির স্বাস্থ্য সুরক্ষিত রাখা খুবই গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে হাতুড়ে ডাক্তার না দেখিয়ে শুধুমাত্র ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি সনদপ্রাপ্ত ডেন্টিস্টের পরামর্শ নিন। এ বছর মুজিববর্ষে তাদের লক্ষ্য দেশের প্রতিটি মানুষের দাঁতের সুচিকিৎসা নিশ্চিত করা। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement
‘ফ্রি ভিসার গল্প’ আর শূন্য হাতে ফেরা লাখো শ্রমিক নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায় দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের আশুলিয়ায় বাঁশবাগান থেকে নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার মিয়ানমারের কর্মকর্তারা ফেরত গেলেন, কিন্তু রোহিঙ্গা সঙ্কট কি আরো জটিল হচ্ছে দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষ, চালক-হেলপার নিহত মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ সখীপুরে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসল্লিরা দক্ষিণ ভারতে কেন কাজ করেনি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আংশিক কমিটি বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসায় বিনিয়োগ সম্ভাবনা অন্বেষণে থাইল্যান্ডের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

সকল