০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


বিকাশ ও ফ্যামিলি হেলথ ইন্টারন্যাশনালের মধ্যে চুক্তি

-

ইউএসএআইডির ‘স্ট্রেংদেনিং মাল্টিসেক্টরাল নিউট্রিশন প্রোগ্রামিং’-এর আওতায় দুধ পান করান এমন ২৪০০ মাকে বিকাশের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করবে ফ্যামিলি হেলথ ইন্টারন্যাশনাল (এফএইচআই)। এ লক্ষ্যে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক এই অলাভজনক মানব উন্নয়ন সংস্থাটির সাথে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশীদ ও এফএইচআই ৩৬০-এর চিফ অব পার্টি জেনিফার ক্রাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন বিকাশের হেড অব গভ. প্রজেক্ট অ্যান্ড বিজনেস সেলস মাসরুর চৌধুরী; জিএম, বিজনেস সেলস এ টি এম মাহবুব আলম; ডিজিএম, কী অ্যাকাউন্টস মেহমুদ আশিক ইকবাল; রিলেশনশিপ ম্যানেজার মো: সোমেল রেজা খান এবং এফএইচআই ৩৬০-এর ফাইন্যান্স অ্যান্ড অপারেশন ডিরেক্টর খন্দকার ইরশাদ মাহমুদ ও টেকনিকাল অ্যাডভাইজার ড. আয়ান শঙ্কর সিল। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement