০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


ইডিইউতে ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট ল্যাব অনুষ্ঠিত

-

নতুন নিয়োগপ্রাপ্তসহ সব ফ্যাকাল্টি মেম্বারদের নিয়ে ইডিইউর স্থায়ী ক্যাম্পাসের সেমিনার কক্ষে গত বুধবার অনুষ্ঠিত হয়েছে ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট ল্যাব। মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালায়া থেকে পিএইচডি করা ড. মুহাম্মদ মাহবুবুল ইসলাম ইডিইউতে সাপ্লাই চেইন ম্যানেজমন্টের সহযোগী অধ্যাপক পদে যোগ দিয়েছেন। তিনি সৌদি আরবের কিং ফাহাদ ইউনিভার্সিটি অব পেট্রলিয়াম অ্যান্ড মিনারেলস এ সহকারী অধ্যাপক হিসেবে দীর্ঘদিনের অভিজ্ঞতাপ্রাপ্ত। এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যানের অভিজ্ঞ ফ্যাকাল্টি মেম্বার অঞ্জন দেবনাথ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের সহকারী অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন। এ ছাড়া মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালায়ায় বর্তমানে পিএইডি গবেষণারত রিদোয়ানুল করিম স্কুল অব বিজনেসের প্রভাষক হিসেবে এবং বুয়েটের ডিগ্রিধারী মুনতাসির হক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের প্রভাষক হিসেবে যোগ দিয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান। তিনি বলেন, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি গতানুগতিক পাঠদাননির্ভর বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে গবেষণানির্ভর বিশ্ববিদ্যালয়ে পরিণত হচ্ছে। ফ্যাকাল্টি নিয়োগের ক্ষেত্রেও আমরা তাই গবেষণার প্রতি আগ্রহকেই প্রাধান্য দিচ্ছি। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement