আমতলীতে খাল থেকে নারীর লাশ উদ্ধার
- আমতলী (বরগুনা) সংবাদদাতা
- ০৩ এপ্রিল ২০২৪, ১৫:১২
বরগুনার আমতলী উপজেলায় খাল থেকে হোসনেয়ারা নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে তার লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করা হয়। এর আগে, এদিন সকালে উপজেলার উত্তর টিয়াখালী এলাকার ভারানী খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
হোসনেয়ারা উত্তর টিয়াখালী গ্রামের হারুন গাজীর স্ত্রী।
জানা গেছে, মঙ্গলবার সকালে নিখোঁজ হন হোসনেয়ারা। নিখোঁজের পর থেকে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। বুধবার সকালে স্থানীয়রা ভারানী খালে তার স্থানীয়রা তাকে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ তার লাশ উদ্ধার করে থানা নিয়ে যায়।
স্থানীয়রা জানায়, ওই নারী কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। মাঝে মাঝে পরিবারকে না জানিয়ে বাড়ি থেকে চলে যেতেন, আবার নিজের ইচ্ছায় ফিরতেন।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু জানান, নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা