০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


প্রচারণার শেষ দিনে শোডাউনের নগরীতে পরিণত বরিশাল

প্রচারণার শেষ দিনে শোডাউনের নগরীতে পরিণত বরিশাল। - প্রতীকী ছবি

বরিশাল সিটি করপোরেশন (বসিক) নির্বাচনে প্রচারণার শেষ দিন শনিবার ব্যস্ত সময় কাটিয়েছেন প্রার্থীরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটারদের মন জয়ে চালিয়েছেন নানান কর্মসূচি। লিফলেট নিয়ে ভোটারদের কাছে গিয়ে করেছেন ভোট প্রার্থা।

নৌকার প্রতীকের প্রার্থী খোকন সেরনিয়াবাত নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন এদিন। বিকেলে নৌকার পক্ষে নগরীতে বিশাল শোডাউন করেছেন ১৪ দলের কেন্দ্রীয় নেতারা। এরপর জাতীয় পার্টির প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস নগরীতে বিশাল এক শোডাউন করেন। এরপরই ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের সমর্থকরাও অশ্বিনী কুমার হলের সামনে শোডাউনে অংশ নেয়। প্রচার-প্রচারণার শেষ দিন নগরী শোডাউনের নগরীতে পরিণত হয়েছে।

শনিবার (১০ জুন) দুপুরে নগরীর নবগ্রাম রোডে গণসংযোগ করেছেন নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাত। এ সময় তিনি বলেন, ‘বরিশালের সার্বিক উন্নয়নের জন্য নৌকার বিকল্প নেই। নির্বাচনে বিজয়ী হলে বরিশালকে স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলা হবে। নাগরিক সুবিধা নিশ্চিতে সিটি করপোরেশনকে নগরবাসীর জন্য উন্মুক্ত করে দিব। জনগণের জীবনমানের উন্নয়ন হবে। তাই নগরীর উন্নয়নের স্বার্থে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানাচ্ছি।’

ভোটারদের উদ্দেশে খোকন সেরনিয়াবাত বলেন, ‘দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত বরিশালকে নতুনভাবে সাজানোর লক্ষ্যে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। বরিশাল নগরী এক সময়ে উন্নয়নের উদাহরণ ছিল। গত ১০ বছরে এখানে দায়িত্বরত জনপ্রতিনিধিরা উন্নয়ন করতে ব্যর্থ হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বরিশালের উন্নয়ন করার দায়িত্ব দিয়ে মেয়র প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। নৌকায় ভোট দিয়ে সেই কাঙ্ক্ষিত উন্নয়ন করার সুযোগ দিন।’

এ সময় তার সাথে ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, বরিশাল মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল করীম প্রমুখ।

বিকেলে নগরীর সদর রোডে শোডাউন করেছেন জাতীয় পার্টির লাঙলের মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস। এর আগে নগরীর ভাটারখাল এলাকায় গণসংযোগকালে তাপস সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন নিয়ে সংশয় কাটেনি। শুক্রবার রাতে ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদককে হুমকি দিয়ে অজ্ঞাত ব্যক্তিরা বলেছে, কেন্দ্রে গেলে মেরে ফেলব। খবর পেয়েছি, আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে রসুলপুরের বাসিন্দাদের দুই হাজার টাকা করে দিচ্ছে। নৌকার পক্ষে সরকারের কয়েকটি বিভাগ কাজ করছে। আওয়ামী লীগের প্রার্থীই চায় না বরিশালে সুষ্ঠু ভোট হোক।’

তাপস বলেন, ‘আমি নির্বাচন কমিশনকে বলছি সুষ্ঠু একটি নির্বাচন উপহার দেয়ার জন্য। কারণ সবাই এখন বরিশালের নির্বাচনের দিকে তাকিয়ে আছে। আমি ভোটার উদ্দেশে বলব, আপনারা সকল ভয়-ভীতি উপেক্ষা করে কেন্দ্রে গিয়ে লাঙল মার্কায় ভোট দিয়ে স্বনির্ভর সিটি করপোরেশন গড়তে সহায়তা করবেন। আমাকে আপনাদের পাশে রাখবেন, আমি আপনাদের সেবক হব, প্রতারণা করব না।’

এ সময় তাপসের সাথে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মহসিন উল ইসলাম হাবুল, কেন্দ্রীয় নেতা এস এম রহমান পারভেজ প্রমুখ।

ভোটের মাঠের পরিবেশ সুষ্ঠু ও সুন্দর রয়েছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। এছাড়া স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান রুপন দুপুরে বরিশাল প্রেসক্লাবে ৩০ দফা ইশতেহার ঘোষণা করেছেন। ইশতেহারে তিনি বরিশালের বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন।

স্বতন্ত্র প্রার্থী রুপন তার ইশতেহারে উল্লেখ করেছেন, নির্বাচিত হলে মানবিক ও সবুজ নগরী গড়া হবে। নাগরিক অধিকার সুরক্ষা ও জনপ্রতিনিধিদের জবাবদিহীতার আওতায় আনা হবে। সব কাজে স্বচ্ছতার পাশাপাশি জনসাধারণের ওপর বাড়তি কর আরোপ করা হবে না। সেবা সহজ করতে পুরোপুরি ডিজিটাল ও আধুনিকায়ন করা হবে। জলাবদ্ধতা নিরসন, সুপেয় পানির ব্যবস্থা, খাল দখল মুক্ত, টেকসই উন্নয়ন করবেন তিনি। নারীদের কর্মমুখি শিক্ষা প্রদান, স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত, সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে। এছাড়া ইমাম মুয়াজ্জিনদের বেতন-ভাতা বৃদ্ধি, বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের ব্যবস্থা, বর্ধিত এলাকার উন্নয়ন, বীর মুক্তিযোদ্ধাদের কর ও পানির বিল মওকুফ করবেন।

দখল হওয়া খেলার মাঠ উদ্ধারসহ বিসিক শিল্প নগরী আধুনিকায়নের মাধ্যমে ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবেন বলে জানান রুপন। তিনিও নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।

২০ বছর আগে পৌরসভা থেকে সিটি করপোরেশনে রূপান্তর হয় বরিশাল। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত চারবার নির্বাচন হয়েছে। আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশনের পঞ্চম পরিষদের নির্বাচন হওয়ার কথা রয়েছে। ৫৮ বর্গকিলোমিটারের নগরীটিতে মোট ভোটার দু’লাখ ৭৬ হাজার ২৯৮ জন। তাদের মধ্যে নারী ভোটার এক লাখ ৩৮ হাজার ৮০৯ জন এবং পুরুষ ভোটার এক লাখ ৩৭ হাজার ৪৮৯ জন।


আরো সংবাদ



premium cement
সিরিজে এগিয়ে যাবার লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ গ্রিড লাইনের ত্রুটিতে সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ভুক্তভোগী নারী ও তার পাশে দাঁড়ানো ব্যক্তিদের হয়রানির প্রতিবাদ বাড্ডায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার কথিত স্বামী পলাতক গ্রেফতারকৃতদের পরিবারের সাথে সাক্ষাৎ করবে খতমে নবুওয়ত ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নায়েব আলী জাতীয় গ্রিডে ত্রু‌টি, সিলেট বিভাগে বিদ্যুৎ বিপর্যয় ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ঢাবিতে নিয়মিত ২০ আসন বরাদ্দ রেকর্ড গড়ে সাদিক খান আবারো লন্ডনের মেয়র আগামী ২ মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে : জিল্লুল হাকিম ফতুল্লায় ব্যবসায়ী অপহরণ, গ্রেফতার ৭

সকল