২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

পরাজিত প্রার্থীর বাড়িতে বিজয়ী প্রার্থীর হামলা, আহত ১০

ইউপি নির্বাচন-পটুয়াখালীর মির্জাগঞ্জে-নির্বাচন পরবর্তী সহিংতা-হামলা
হামলার চিত্র - ছবি : নয়া দিগন্ত

পটুয়াখালীর মির্জাগঞ্জে ইউপি নির্বাচন পরবর্তী সহিংতায় নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

মির্জাগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বিজয়ী ইউপি সদস্যে মো: জুয়েল হাওলাদারের নেতৃত্বে পরাজিত প্রার্থী মো: দেলোয়ার জোমাদ্দারের বসত-বাড়িতে হামলা ও ভাঙ্চুরের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের মানসুরাবাদ গ্রামে এ ঘটনাটি ঘটে। আহত ছয়জনকে মির্জাগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, পরাজিত মোরগ মার্কার প্রার্থী মো: দেলোয়ার জোমাদ্দার (৫০), মোকলেছ জোমাদ্দার (৪০), আতিকুল ইসলাম (৩৫), মৌ (১৮),মারিয়া (২৩) ও মেহেরুন(১৩)।

তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পরাজিত মোরগ মার্কার প্রার্থী মো: দেলোয়ার জোমাদ্দারের মেয়ে মৌ-এর সাথে বিজয়ী প্রার্থীর সমার্থক জিয়ার সাথে মঙ্গলবার দুপুরে নির্বাচন নিয়ে কথা কাটাকাটি হয়। পরে মৌ-এর বাবা মো: দেলোয়ার জোমাদ্দার জিয়াকে বাধাঁ প্রদান করে। বিষয়টি জিয়া বিজয়ী প্রার্থী মো: জুয়েল হাওলাদারকে মুঠোফোনে জানালে ইউপি সদস্য তিনি তার দলবল ও দেশীয় অস্ত্র-লাঠিসোঠা নিয়ে পরাজিত প্রার্থীর বসত ঘরে হামলা করে। এ সময় তাদের পিটিয়ে গুরুত্বর জখম করে। এ ঘটনার পর মির্জাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিজয়ী ইউপি সদস্য প্রার্থী মো: জুয়েল হাওলাদার বলেন, আমার সমার্থক মো: জিয়ার সাথে কথা কাটাকাটির খবর শুনে আমার লোকজন সেখানে ছুটে যায় এবং আমার যাওয়ার সাথে সাথে পুলিশ ও নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনোয়ার হোসেন তালুকদার বলেন, এখনপর্যন্ত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
জুলাইয়ে ব্রাজিল সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকে চমকে দিলো ভানুয়াতু বিতর্কিত ক্যাচের ছবির ক্যাপশনে মুশফিক লিখেছেন ‘মাশা আল্লাহ’ উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৭৩ জনকে বহিষ্কার করলো বিএনপি মিরসরাইয়ে অবৈধ সেগুনকাঠসহ কাভার্ডভ্যান জব্দ মানিকগঞ্জে আগুনে পুড়ে যাওয়া মলিরানীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড ইন্দোনেশিয়ার নারী ক্রিকেটার রোহমালিয়ার ‘এখন আমি কী নিয়ে বাঁচব’ যদি বন্ধু হও, সীমান্তে অহরহ গুলি কেন : ভারতকে ফারুক সাহারা মরুভূমির গরমের মতো অনুভূত হচ্ছে : সরকারকে দায়ী করে রিজভী মধুখালীর পঞ্চপল্লীতে ২ ভাইকে হত্যার প্রতিবাদে সমাবেশ

সকল