২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

পরাজিত প্রার্থীর বাড়িতে বিজয়ী প্রার্থীর হামলা, আহত ১০

ইউপি নির্বাচন-পটুয়াখালীর মির্জাগঞ্জে-নির্বাচন পরবর্তী সহিংতা-হামলা
হামলার চিত্র - ছবি : নয়া দিগন্ত

পটুয়াখালীর মির্জাগঞ্জে ইউপি নির্বাচন পরবর্তী সহিংতায় নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

মির্জাগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বিজয়ী ইউপি সদস্যে মো: জুয়েল হাওলাদারের নেতৃত্বে পরাজিত প্রার্থী মো: দেলোয়ার জোমাদ্দারের বসত-বাড়িতে হামলা ও ভাঙ্চুরের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের মানসুরাবাদ গ্রামে এ ঘটনাটি ঘটে। আহত ছয়জনকে মির্জাগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, পরাজিত মোরগ মার্কার প্রার্থী মো: দেলোয়ার জোমাদ্দার (৫০), মোকলেছ জোমাদ্দার (৪০), আতিকুল ইসলাম (৩৫), মৌ (১৮),মারিয়া (২৩) ও মেহেরুন(১৩)।

তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পরাজিত মোরগ মার্কার প্রার্থী মো: দেলোয়ার জোমাদ্দারের মেয়ে মৌ-এর সাথে বিজয়ী প্রার্থীর সমার্থক জিয়ার সাথে মঙ্গলবার দুপুরে নির্বাচন নিয়ে কথা কাটাকাটি হয়। পরে মৌ-এর বাবা মো: দেলোয়ার জোমাদ্দার জিয়াকে বাধাঁ প্রদান করে। বিষয়টি জিয়া বিজয়ী প্রার্থী মো: জুয়েল হাওলাদারকে মুঠোফোনে জানালে ইউপি সদস্য তিনি তার দলবল ও দেশীয় অস্ত্র-লাঠিসোঠা নিয়ে পরাজিত প্রার্থীর বসত ঘরে হামলা করে। এ সময় তাদের পিটিয়ে গুরুত্বর জখম করে। এ ঘটনার পর মির্জাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিজয়ী ইউপি সদস্য প্রার্থী মো: জুয়েল হাওলাদার বলেন, আমার সমার্থক মো: জিয়ার সাথে কথা কাটাকাটির খবর শুনে আমার লোকজন সেখানে ছুটে যায় এবং আমার যাওয়ার সাথে সাথে পুলিশ ও নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনোয়ার হোসেন তালুকদার বলেন, এখনপর্যন্ত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
চীনের দক্ষিণাঞ্চলীলের গুয়াংডংয়ে সর্বোচ্চ স্তরের বৃষ্টিপাতের সতর্কতা জারি আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার মুসলিম শ্রমিক হত্যায় হিন্দু নেতারা চুপ কেন : প্রশ্ন হেফাজত নেতা আজিজুল হকের সাভারে বুধবার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে গাজা ইস্যুতে শিক্ষার্থীদের বিক্ষোভ সামাল দিতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র ফরিদপুর-খুলনা মহাসড়কে জনতার অবরোধ ভাঙতে টিয়ারশেল ও ফাঁকা গুলি বাংলাদেশ-কাতারের মধ্যে ১০টি সহযোগিতা নথি সই ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি’ মিলান ডার্বি জিতে শিরোপা পুনরুদ্ধার ইন্টারের কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক আহত অপহরণের ২৬ ঘণ্টা পর সাংবাদিকের বড় ভাই উদ্ধার

সকল