২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

লকডাউন ঘোষণায় বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড়, চিড়ে চ্যাপ্টা স্বাস্থ্যবিধি

লকডাউন ঘোষণায় বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড়, চিড়ে চ্যাপ্টা স্বাস্থ্যবিধি - ছবি : নয়া দিগন্ত

মহামারী করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১৪ এপ্রিল থেকে সপ্তাহব্যাপী লকডাউন ঘোষণা করেছে সরকার। লকডাউন ঘোষণার পর থেকে নিত্য প্রয়োজনীয় সামগ্রি কিনতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে আমতলী বাজারে। লকডাউন বাড়তে পারে এমন আশঙ্কা থেকেই বাজারে মানুষের এমন ভিড় লক্ষ্য করা যায়। এ সময় স্থানীয় বাজারগুলোতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।

মঙ্গলবার সন্ধ্যায় আমতলী বাঁধঘাট চৌরাস্তা, একে স্কুল, আল হেলাল মোড়, মিঠাবাজার, এ বি এম চত্ত্বর ঘুরে দেখা গেছে, স্বাস্থ্যবিধি না মেনেই ক্রেতারা দোকানে ভিড় করে পণ্য কিনে নিচ্ছেন। এ দিকে লকডাউন ও রমজান উপলক্ষে বাজার স্থিতিশীল থাকলেও আতঙ্কে মানুষ নিত্যপণ্য কিনে নিচ্ছেন।

আমতলী বকুলনেছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো: বাঝির উদ্দিন বলেন, বাজার স্থিতিশীল রয়েছে। তবে মানুষ আতঙ্কে পণ্য কিনে নিচ্ছেন।

কাউনিয়া গ্রামের ক্রেতা মো: কবির মৃধা বলেন, লকডাউনে ঘর থেকে বের হতে পারবো না বিধায় প্রয়োজনীয় নিত্য পণ্য কিনে নিচ্ছি।

বাঁধঘাট চৌরাস্তার মুদি ব্যবসায়ী জাকির হোসেন বলেন, বাজারে পণ্যের সঙ্কট নেই। কিন্তু লকডাউনের ঘোষণায় মানুষ বেশি বেশি পণ্য কিনে নিচ্ছে।

আমতলীর উপজেলার নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, লকডাউনে মানুষ বাজার থেকে বেশি পণ্য কিনলেও খোঁজ নিয়ে দেখেছি বাজার স্থিতিশীল রয়েছে।


আরো সংবাদ



premium cement